‘মুখ পুড়ুক তাঁদের, যাঁরা কুনজর দেবেন।’ প্রেমিকা শ্বেতার পাশে দাঁড়িয়ে ঠিক এই ভাষায় জবাব দিলেন রুবেল। একদিকে যখন ভোট নিয়ে উত্তেজনা, তখন নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন টলিপাড়ার লাভ বার্ডস শ্বেতা-রুবেল। দিন পাঁচেক আগে সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ড রুবেলের সঙ্গে একটি অন্তরঙ্গ ছবি দিতেই ট্রোল পুলিশদের রোষের মুখে পড়েন শ্বেতা। এমনকি ‘নিরাপত্তাহীনতায়’ ভুগছেন তিনি, ‘শো-অফ কপল’ এমন সব তকমাও সেঁটে দেওয়া হয়। আরও পড়ুন-‘বিছানায় খালি গায়ে রুবেল, জড়িয়ে শ্বেতা! ঘনিষ্ঠ মুহূর্তে দেখে ‘শো অফ জুটি’ বলে কটাক্ষ নেটিজেনদের
সেই বিতর্কের জবাব দিতে সোশ্যাল মিডিয়ায় নিজেদের আরও একটি অন্তরঙ্গ ছবিকেই বেছে নিলেন শ্বেতা। এইবারও বিছানায় শুয়ে থাকা রুবেলের দেখা মিলল খালি গায়ে। সাদা টপে রুবেলের মাথায় মাথা ঠেকিয়ে শুয়ে রয়েছেন শ্বেতা। দুজনেই ভেংচি কাটছেন ক্যামেরার দিকে তাকিয়ে। ছবির ক্যাপশনে লেখা, ‘হাম তো এয়সে হ্য়ায় ভাইয়া’ (আমরা তো এমনই ভাই)।