স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল কথা। এক সময় বেশ কিছুবার টিআরপি টপার হয়েছিল এই ধারাবাহিক। পরবর্তীতেও এই তালিকার উপরের দিকেই থাকত স্টার জলসার এই মেগা। কিন্তু চলতি সপ্তাহে সেরা পাঁচ থেকে ছিটকে গিয়েছে কথা। কিন্তু কেন? কী মনে করছেন নায়িকা সুস্মিতা?
আরও পড়ুন: হুবহু ‘বসুধা’র মতো! বড়মার সংসারে কুসুমের লক্ষ্মীশ্রী ফেরানোর ঝলক দেখেই ধরে ফেলল নেটপাড়া, কী বলছে?
আরও পড়ুন: বিয়ের বছর পার, একগুচ্ছ অদেখা ছবির সঙ্গে আদৃতের জন্য খোলা চিঠি কৌশাম্বির! লিখলেন, 'এভাবেই...'
কী ঘটেছে?
চলতি সপ্তাহে টিআরপি তালিকায় ছয় নম্বরে নেমে এসেছে কথা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.১। এত কম নম্বর আসার কারণ ব্যাখ্যা করে সুস্মিতা দে জানালেন দেশের বর্তমান পরিস্থিতিই এটার জন্য দায়ী। এমন অবস্থায় কেউই মজন্দিয়ে ধারাবাহিক দেখতে পারছেন না। যে উদ্বেগ, দুশ্চিন্তার পরিস্থিতি তৈরি হয়ে আছে তাতে মানুষ খবর দেখছেন।
সুস্মিতা গোটা বিষয়টা ব্যাখ্যা করে বলেন, 'আমাদের দেশে যা ঘটছে সব মিলিয়ে সেখানে দর্শকরা কি আর ধারাবাহিক দেখছেন সেভাবে?' তিনি এদিন আরও জানান 'একদিকে আইপিএল চলছে, অন্যদিকে যুদ্ধ।'
এগুলো কারণ হলেও কি আরও একটি কারণ হিসেবে কথা ধারাবাহিকের গল্পের নতুন মোড় এবং নায়ক নায়িকার নতুন রূপ দর্শকদের না পছন্দ হওয়া কি আরেকটা কারণ নয়? এই বিষয়ে নায়িকার মত, 'সেটা বলতে পারব না যে দর্শকদের গল্প পছন্দ হল কি না। তবে আমরা তো বটেই, টেকনিশিয়ান দাদারা দারুণ উপভোগ করছেন।' শুধু তাই নয় সুস্মিতার মতে, টিআরপি বেড়ে যাওয়া বা কমে যাওয়া কোনওটা নিয়েই তাঁরা ভাবিত নন।
আরও পড়ুন: 'অনেক কিছু সহ্য করেছি...', গর্ভাবস্থায় জটিলতা ছিল! কী কী কম্পলিকেশন ছিল দীপিকার?
আরও পড়ুন: রটেছে রাজদীপের সঙ্গে সম্পর্ক ভাঙার গুজব, কার জন্য তন্বী লিখলেন, 'বুঝিয়েছ ভালোবাসা কী'?
প্রসঙ্গত কিছুদিন আগেই কথা ধারাবাহিকের ৫০০ পর্ব সম্প্রচারিত হয়েছে। এই মাইলস্টোন ছুঁয়ে তাঁরা উদযাপন করেন। সুস্মিতা জানান, ৫০০ এর মতো তাঁরা ১০০০ পর্বও নিশ্চয় পার করবেন।
বর্তমানে কথা ধারাবাহিকে দেখানো হচ্ছে ভোল বদলে নতুন রূপে বুলি হয়ে গুহ বাড়িতে এন্ট্রি নিয়েছে কথা। রূপ বদলেছে এভিও। এমন অবস্থায় তাঁদের সম্পর্ক, সমীকরণ নতুন করে কোন দিকে বাঁক নেয় সেটাই দেখার।