অভিনেতা আহন শেট্টি গত কয়েক মাসের তার জীবনের কিছু ঝলক শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াত। আর সেখানে যা দৃষ্টি আকর্ষণ করল, তা হল সুনীল ও মানা শেট্টি হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছেন। তাঁদের গায়ে নীল রঙের পোশাক। এটি সম্ভবত সেই সময়ের ছবি যখন আথিয়াকে ডেলিভারির জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সুনীল ও মানার ছবি
ইনস্টাগ্রামে, আহান সেই ছবিটি পোস্ট করেছেন, যেখানে সুনীল এবং মানা হাসপাতালের ভিতরে অপেক্ষা করছিলেন। দুজনের গায়েই ডেনিম শার্ট। সুনীল তার ফোনে তাকিয়ে থাকলেও, মানা ক্যামেরার দিকে আড়চোখে তাকিয়ে হাসছেন।
অনুরাগীরা মনে করছেন সুনীল ও মানা অথিয়ার সন্তানের জন্য অপেক্ষা করছিলেন
ছবিগুলি শেয়ার করে, আহান ক্যাপশনে লিখেছেন, 'সময় দ্রুত কেটে যায় (চোখের ইমোজি)'
হাসপাতালের ভিতরে মানা এবং সুনীলের ছবি নিয়ে একজন অনুরাগী মন্তব্য করেছেন, ‘সব দাদু-দিদারাই এরকম হয়’। আরেকজন লেখেন, ‘মানা এবং সুনীল তাদের নাতিনিকে কোলে নিতে লাইন লাগাল নাকি?’ তৃতীয়জনের মন্তব্য, ‘সুনীল এবং মানা অথিয়ার খুশির খবরের জন্য ওটির বাইরে অপেক্ষা করছেন খুব সম্ভবত।’
অথিয়ার সন্তান সম্পর্কে
অথিয়া এবং ক্রিকেটার কেএল রাহুল এই বছরের মার্চ মাসে জন্ম দিয়েছেন এক ফুটফুটে রাজকন্যার। শুক্রবার, ক্রিকেটারের জন্মদিনে, ইনস্টাগ্রামে দম্পতি তাদের নবজাত শিশুর প্রথম ঝলকও ভাগ করে নেন। সঙ্গে মেয়ের নাম জানান'ইভারা'। কেএল রাহুল পোস্টে লিখেছেন, ‘আমাদের মেয়ে, আমাদের সব কিছু। ইভারা, ঈশ্বরের উপহার।’
অথিয়া এবং রাহুল ২০১৯ সালে ডেটিং শুরু করেছিলেন কিন্তু ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের ঘোষণা করেছিলেন। তারা ২০২৩ সালের ২৩ জানুয়ারি বিয়ে করেন।
অথিয়া ও আহানের ছবি সম্পর্কে
অথিয়াকে শেষবার দেখা গিয়েছে মোতিতুর চকনাচুর (২০১৯) ছবিতে, যা একটি কমেডি ড্রামা ছিল। অনুরাগীরা আহানকে এরপর অনুরাগ সিং পরিচালিত ‘বর্ডার ২’ ছবিতে দেখবেন। এই ছবিতে সানি দেওল, বরুণ ধাওয়ান এবং দিলজিৎ দোসাঞ্ঝও অভিনয় করেছেন।