শ্রীময়ীর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা যাচ্ছে, খালি গায়ে তোয়ালে গায়ে চাপিয়ে নাচ করছেন তিনি। অনেকটা সেই সাঁওয়ারিয়া-তে রণবীর কাপুরের স্টাইলে। আর এই ভিডিয়ো দেখে অনেকেই দাবি করছেন, কাঞ্চনকে বিয়ে করে নাকি আনন্দের সপ্তম স্বর্গে রয়েছেন তিনি! নিজেও জানেন না কী করছেন।
ভিডিয়োতে দেখা গেল, সাদা তোয়ালে মোড়া শ্রীময়ীর গা। খোলা চুল দেখে বোঝা যাচ্ছে সদ্যই স্নান করে বেরিয়েছেন তিনি। তবে এই ভিডিয়ো বেশ পুরনো। বছর দেড় আগে অবশ্য নিজেই দিয়েছিলেন সামাজিক মাধ্যমে। আর সেটাকেই ভাইরাল করা হয়েছে তিনি বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতেই।
২ মার্চ চার হাত এক হয়েছে কাঞ্চন আর শ্রীময়ীর। যদিও প্রেমটা ঠিক কবে থেকে, তা নিয়ে কখনোই দুজনে কথা বলেননি। তবে প্রথম তাঁদের সম্পর্কের ব্যাপারটা সামনে এনেছিলেন কাঞ্চন মল্লিকের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। বছর আড়াই আগে রীতিমতো থানায় ছুটেছিলেন পিঙ্কি, তৎকালীন বর কাঞ্চন ও শ্রীময়ীর নামে মানসিক ও শারীরিক নির্যানের অভিযোগ তুলে।
আরও পড়ুন: ‘নিজের শান্তির স্থান…’! ডিভোর্স ঘোষণার ২ মাস, ভালোবাসার জায়গা পেলেন এষা দেওল
প্রায় দু বছর আদালতে চলছিল ডিভোর্সের মামলা। ৫৬ লাখ খোরপোশ দিয়ে কাঞ্চন ডিভোর্স দেন পিঙ্কিকে। তারপর ১০ জানুয়ারি বিচ্ছেদ অফিসিয়াল হতে না হতেই, মাসখানেকের ভিতরে ১৪ ফেব্রুয়ারি দুজনে করেন আইনি বিয়ে। তারপর ২ মার্চ নিয়ম-কানুন মেনে সোজা ছাদনাতলায়।
আরও পড়ুন: ‘না বলা কথা…’! ছেলের ছবি দিলেন মোহর, হাতে হাত রাখলেন দুর্নিবার-পত্নী, দেখুন
ইতিমধ্যেই অষ্টমঙ্গলা সেরে ফেলেছেন কাঞ্চন-শ্রীময়ী। আগের দুটো বিয়ে থেকে সুখ না পেলেও, তৃতীয় বউকে নিয়ে এবার সুখের সংসার সাজাতে বদ্ধ পরিকর কাঞ্চন। এক ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, ‘এবার একসঙ্গে পথ চলা’! শ্রীময়ীও স্পষ্টত উত্তেজিত নতুন সংসার সাজাতে। অনেকদিন আগেই পরলোকগমন করেছেন কাঞ্চনের মা আর বাবা। তাই সংসার বলতে, মাত্র দু জনের।
আরও পড়ুন: টপার না হলেও, হিট বঁধুয়া! প্রথম স্থানে নিম ফুলের মধু না জগদ্ধাত্রী
কাঞ্চন দ্বিতীয় বিয়ে থেকে এক সন্তানের বাবা হয়েছেন। ছেলের নাম ওশ, যে মাত্র ১০ বছরের। অভিনেতার প্রাক্তন স্ত্রী পিঙ্কি জানায়, ওশের কাছ থেকে কিছুই লোকানো হয়নি। বর্তমানের ইন্টারনেট দুনিয়ায় সেটা সম্ভবও নয়। ওশ জানে তাঁর বাবা দ্বিতীয়বার বসছে বিয়েতে। সে চায়, বাবা যেরকমভাবে ভালো থাকে, সেটাই থাকুক। সে নিজেও মায়ের সঙ্গে থাকতে চায়। বড় হতে চায় মা পিঙ্কির ছত্রছায়াতেই।