আরজি কর নিয়ে পরিস্থিতি যেন ক্রমশই উত্তাল হয়ে উঠছে। ডার্বি ম্যাচ ক্যানসেল করে দেওয়ার পর ব্যাপারটা যেন আরও জটিল হয়ে ওঠে। এবার এই ঘটনার পর রাজ্য সরকার এবং পুলিশকে একসঙ্গে একহাত নিলেন সোহিনী সরকার। কটাক্ষ করে কী লিখলেন?
আরও পড়ুন: 'বিষয়টা ব্যক্তিগত তাই...' সামাজিক মাধ্যমে বিচ্ছেদ ঘোষণা স্ত্রীর, ডিভোর্স নিয়ে কী বললেন অনিন্দ্য?
আরও পড়ুন: 'পরবর্তী মুখ্যমন্ত্রী কে?' আরজি কর কাণ্ডে উঠছে মমতার পদত্যাগের দাবি, এবার সেই বিষয়ে কী লিখলেন জিতু?
ডার্বি ম্যাচ বাতিলের পর আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে কী লিখলেন সোহিনী?
সোহিনী সরকার এদিন রীতিমত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তোপ দাগেন আরজি কর কাণ্ড নিয়ে তাঁদের অবস্থানের জন্য। পুলিশি ব্যর্থতার অভিযোগও তোলেন তাঁর পোস্টে। অথৈ খ্যাত অভিনেত্রী এদিন তাঁর এই পোস্টে লেখেন, 'পুলিশ জানাচ্ছে ওদের কাছে নাকি বিভিন্ন সূত্রে খবর ছিল, ডার্বি ম্যাচে বাইরের লোক এসে সমস্যা তৈরি করতে পারে তাই ম্যাচ বন্ধ। সব সূত্র আছে , শুধু আরজি কর ঘটনার কোন সূত্র আপনাদের কাছে নেই। হসপিটাল , শিক্ষা প্রতিষ্ঠানে এত রকমের দুর্নীতি চলে তার কোন সূত্র নেই আপনাদের। কোন অডিয়ো রেকর্ড, ভিডিয়ো রেকর্ড কিচ্ছু না। কিন্তু ডার্বি ম্যাচের সব অডিও আপনাদের হাতে। ফোন হচ্ছে। লালবাজারে তলব চলছে। স্কুল, কলেজ, হসপিটালে কতদিন এই রাজনৈতিক নেতাদের দাদাগিরি চলবে ? (কেন চালায় তাও আমরা জানি) পুনশ্চ, লজেন্স দিয়ে বাচ্চাদের কান্না থামানোর মত চারটি নারী সুরক্ষা নিয়ে বাণী দিয়েছেন সরকার।'
অনেকেই সোহিনীকে তাঁর এই পোস্টে সমর্থন জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'এই বাংলা আমরা দেখেছি মানুষের প্রতিবাদ। এই বাংলা আমাদের বাংলা এমন একতা প্রতিবাদ দেখেও শান্তি। চলুক এই প্রতিবাদ এভাবেই। জয় আসবেই।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'নবান্ন ঘেরাও হোক ইতিমধ্যেই এই সরকারের পদত্যাগ চাই।' তৃতীয় জন লেখেন, 'নবান্ন ঘেরাও হোক, মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি জানাচ্ছি। পাশাপাশি এটাও জানিয়ে রাখছি আগামী ১০০ বছরেও CPIM ক্ষমতায় আসবে না।'
আরও পড়ুন: টলিউডের মিছিল সামিল হননি টোটা, তারপর কেন লিখলেন, 'চোখে জল এল...'
প্রসঙ্গত গত শনিবার ১৭ অগস্ট মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গলের একটি ডার্বি ছিল। কিন্তু সেই ম্যাচ বাতিল করে দেওয়া হয়। আর তারপরই রবিবার যুবভারতীর সামনে আরজি কর এবং ডার্বি বাতিল করা নিয়ে বিক্ষোভ দেখায় বাংলার ৩ দলের সমর্থকরা। অর্থাৎ মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মোহামেডান ক্লাব।