সোহিনী সরকার যে বর্তমানে বেড়াতে গিয়েছে এ কথা সকলেই জানেন। সুইডেনে বেড়াতে গিয়েছেন তিনি। সেখান থেকে ফিনল্যান্ডে। আর এবার এই ভিনদেশে থেকে ছবি পোস্ট করেই চরম কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী।
চরম ট্রোলের মুখে সোহিনী সরকার
এদিন সোহিনী সরকার দুটো ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। সেখানে তাঁকে কালো টপ পড়ে থাকতে দেখা যাচ্ছে। নিচে লাল মোজা রয়েছে থাই পর্যন্ত। অথচ প্যান্ট নেই। এই লুকেই তিনি ধরা দেন ক্যামেরার সামনে। ছবি দুটো পোস্ট করে তিনি লেখেন, 'ফিনল্যান্ড, ক্রুজ এবং রাতের জীবন।' তাতেই অনেকেই কটাক্ষ করেছেন প্যান্ট না পরা নিয়ে।
আরও পড়ুন: 'দেশের প্রতি কর্তব্যকে...' গরুপাচার কাণ্ডে ইডির তলবে দেবেন সাড়া? টলিউড নিয়েই বা কী পরিকল্পনা দেবের?
আরও পড়ুন: সফল হতে রণবীরের ভরসা মুকেশ আম্বানির কথা! বললেন, 'উনি আমায় বলেছেন সাফল্যকে কখনই...'
কে কী লিখেছেন?
এক ব্যক্তি এদিন সোহিনী সরকারের পোস্টে লেখেন, 'এমা প্যান্ট কই?' আরেকজন লেখেন 'তাড়াহুড়ো করতে গিয়ে কী প্যান্ট ভুলে গিয়েছেন?' কেউ কেউ আবার লেখেন, এত বুড়িয়ে গিয়েছেন কেন?'
তবে সবাই যে কেবল নেতিবাচক মন্তব্য করেছেন তাই নয়। অনেকেই তাঁর এই বোল্ড অবতারের প্রশংসাও করেছে। দেবশ্রী গঙ্গোপাধ্যায়, অর্থাৎ শুভশ্রীর দিদি লেখেন, 'লাল ঠোঁট আর তুমি।' জনপ্রিয় ডিজাইনার পরমা লেখেন, 'হ্যালো হটি।' অভিনেত্রীর এক অনুরাগী লেখেন, 'আপনি যেন ব্ল্যাক বিউটি। কী সুন্দর দেখাচ্ছে।'
আরও পড়ুন: 'জোর হাত করে কেঁদে ফেলি', একাধিক নায়িকার সঙ্গে সম্পর্ক, 'লেডি কিলার' দীপঙ্কর প্রোপজ করতেই ভয় পান দোলন!
সোহিনীর সঙ্গে শোভনও গিয়েছেন?
টলিউডের অন্দরে জোর গুঞ্জন শোভন গঙ্গোপাধ্যায় এবং সোহিনী সরকার নাকি চুটিয়ে প্রেম করছেন। সম্প্রতি তাঁদের দুজনকে আলাদা আলাদা ভাবে সুইডেন থেকে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে। একই জায়গা থেকে তাঁরা বরফ নিয়ে খেলার ছবি দিয়েছেন। ফলে অনেকেরই অনুমান তাঁরা একসঙ্গেই বেড়াতে গিয়েছেন।
আরও পড়ুন: অক্ষয় নন, খিলাড়ির অফার প্রথম পান আরবাজ! প্রস্তাব ফেরানোর কারণ জানিয়ে বললেন, 'সময়টাই যেন...'