সে তো নাহয় হল, তবে নুসরতকে দেখে অনেকেরই প্রশ্ন বোনুয়া মিমি চক্রবর্তী গেলেন কোথায়? নাহ, মিমি কীভাবে ধর্না মঞ্চে থাকবেন, কারণ, তিনি যে এই মুহূর্তে কলকাতাতেই নেই। মিমি গিয়েছেন বোলপুরে। উইন্ডোজ প্রোডাকশনের ছবি ‘রক্তবীজ’-এর শ্যুটিংয়ে। ধুলাগড়ের পর বোলপুরে উড়ে গিয়েছেন তিনি।
ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রীর পাশে নুসরত
গণতন্ত্রের কণ্ঠরোধ, কেন্দ্রের আর্থিক বঞ্চনা সহ একাধিক অভিযোগে রেডরোডে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার থেকে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ছিল ধর্নার দ্বিতীয় বা শেষদিন। এদিন ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গেল বসিরহাটের সাংসদ নুসরত জাহানকে। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই ছবি।
বৃহস্পতিবার দুপুরে ধর্নামঞ্চে উপস্থিত হন নুসরত, বিকেল ৫টা নাগাদ সেখান থেকে ফিরে যান। মুখ্যমন্ত্রীর একদম কাছে প্রথমের সারিতেই বসতে দেখা যায় নুসরতকে। সেই ছবি টুইটারে নিজেই পোস্ট করেছেন সাংসদ অভিনেত্রী। লেখেন, ‘আমরা জনগণের অধিকারের জন্য লড়াই করব। ন্যায়বিচার দিতে হবে। বাংলাকে অবহেলা করা যাবে না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৩০ ঘণ্টা ধর্নায় বসে রয়েছেন। জয় বাংলা।’
সে তো নাহয় হল, তবে নুসরতকে দেখে অনেকেরই প্রশ্ন বোনুয়া মিমি চক্রবর্তী গেলেন কোথায়? নাহ, মিমি কীভাবে ধর্না মঞ্চে থাকবেন, কারণ, তিনি যে এই মুহূর্তে কলকাতাতেই নেই। মিমি গিয়েছেন বোলপুরে। উইন্ডোজ প্রোডাকশনের ছবি ‘রক্তবীজ’-এর শ্যুটিংয়ে। ধুলাগড়ের পর বোলপুরে উড়ে গিয়েছেন তিনি। মিমি ও আবীরকে সোনাঝুরিতে শ্যুটিং করতেও দেখা গিয়েছে। প্রথমবার এই ছবিতে জুটি বেঁধেছেন মিমি ও আবির। খাগড়াগড় বিস্ফোরণকে প্রেক্ষাপট করে তৈরি হচ্ছে এই ছবি।