সপরিবারে সমু্দ্র সৈকতের আমেজ নিতে দেখা গেলো অভিনেতা সোহম চক্রবর্তীকে। পরিবারের সঙ্গে মন্দারমনিতে বেড়তে গিয়িলেন তিনি। সেই ছবিই পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। দুই ছেলে ও স্ত্রী সঙ্গে ছবি পোস্ট করেন সোহম। সমুদ্র সৈকতের ভরপুর মজা নিতে দেখা যায় গোটা পরিবারকে। ইতিমধ্যেই সোহম ভক্তরা সেই ছবিতে নিজের প্রিয় তারকার প্রতি ভালোবাসা, আবেগ প্রকাশ করেছেন।সমু্দ্র সৈকতের পারে রাখা নৌকায় বসে রয়েছেন সোহম পত্নী তানিয়া, আর তাঁকে ভালোবাসায় আগলে জড়িয়ে রেখেছেন অভিনেতা। এই ছবি আপতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তবে সকলের ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন অভিনেতা। বেশ কয়েক সপ্তাহ বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন অভিনেতা। বাড়িতে লকডাইনে অনেক দিন আটকে থাকায় তাঁর দুই ছেলে - আয়াংশ ও অধ্যাংশ (ডন এবং ডন ২ এই নামে ডাকেন সোহম) অস্থির হয়ে উঠেছিলেন ঘুরতে যাওয়ার জন্য। তাই সমুদ্র সৈকতের মজা নিতে সপরিবারে মন্দারমনি পাড়ি দেন সোহম। সুস্থ হয়ে শ্রীমতী ছবির বাকি অংশ কাজ সেরেছেন সোহম। আপতত শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে ওটিটি প্ল্যাটফর্মে নিজেদের জার্নি শুরু করছেন সোহম। ইতিমধ্যেই ওয়েব সিরিজের শ্যুটিং হয়ে গিয়েছে। ‘হইচই’-এর সেই সিরিজের নাম ‘দু'জনে’।