মাত্র এক সপ্তাহের মধ্যে ৯০ কোটির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে স্কাই ফোর্স। অক্ষয় কুমার অভিনীত এই ছবি যে ঝড়ো ব্যাটিং চালিয়ে যাচ্ছে বক্স অফিসে সেটা নিঃসন্দেহে বলা যায়। অন্যদিকে প্রায় তলানিতে এসে ঠেকেছে কঙ্গনা রানাওয়াত অভিনীত ইমারজেন্সি ছবির আয়।
আরও পড়ুন: রুক্মিণীর বিনোদিনীকে 'ঠেকাতে' ইচ্ছে করে পাল্টা বিনোদিনী ঘোষণা করেছেন সৃজিত? বোমা ফাটালেন কুণাল
আরও পড়ুন: 'গানটা না থাকলে রবীন্দ্রনাথের সাহিত্য কতটা উঁচু হতো বলতে পারছি না', হঠাৎ কেন এমন বললেন অঞ্জন দত্ত?
স্কাই ফোর্স ছবিটির বক্স অফিস কালেকশন
বৃহস্পতিবার বুধবারের তুলনায় বেশ কিছুটা আয় কমে স্কাই ফোর্স ছবিটির। তবুও বক্স অফিসে যে এটি দাপট ধরে রেখেছে সেটা বলাই যায়। ৩০ জানুয়ারি এটি ৫ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করেছে বক্স অফিসে। ফলে বর্তমানে এই ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৮৬ কোটি ৫০ লাখ টাকায়। এমনটাই সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে।
প্রথম দিন ছবিটি ১২ কোটি ২৫ লাখ আয় করে। উইকেন্ড আসতে বেশ অনেকটাই বাড়ে ছবির ব্যবসা। শনি এবং রবিবার যথাক্রমে ছবিটি ২২ এবং ২৮ কোটি টাকা ঘরে তোলে। সোমবার সেই আয়ের পরিমাণ কমে দাঁড়ায় ৭ কোটিতে। মঙ্গলবার ৫ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে। বুধবার, ২৯ জানুয়ারি অক্ষয় কুমার অভিনীত ছবি ৬ কোটি টাকা ঘরে তোলে।
ইমারজেন্সি ছবির বক্স অফিস কালেকশন
কঙ্গনা রানাওয়াত অভিনীত ছবিটির আয় কমতে কমতে একেবারেই তলানিতে এসে ঠেকেছে। বৃহস্পতিবার আরও কমেছে এই ছবির লক্ষ্মীলাভ। এদিন বক্স অফিসে ছবিটি মাত্র ১৭ লাখ টাকা আয় করতে পেরেছে। ফলে এখন ইমারজেন্সি ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৪৭ লাখ টাকায়।
প্রথম সপ্তাহে ইমারজেন্সি ছবিটি বক্স অফিসে ১৪ কোটি ৩০ লাখ টাকার ব্যবসা করে। দ্বিতীয় শুক্রবার আয় করে ৪০ লাখ টাকা। শনি এবং রবি সেই আয়ের পরিমাণ কিছুটা বেড়ে হয় ৮৫ লাখ এবং ১ কোটি ১৫ লাখ টাকা। সোমবার আসতেই হুড়মুড়িয়ে কমে আয়ের পরিমাণ। সোমবার এবং মঙ্গলবার ২০ লাখ করে ঘরে তুলতে পেরেছে এই ছবিটি। দ্বিতীয় মঙ্গলবার মাত্র ২০ লাখ টাকা আয় করেছে। বুধবারও আয়ের পরিমাণ একই ছিল।
স্কাই ফোর্স প্রসঙ্গে
এই ছবিটির পরিচালনা করেছেন অভিষেক অনিল কাপুর এবং সন্দীপ কেওলানি। মুখ্য ভূমিকায় আছেন অক্ষয় কুমার, বীর পাহাড়িয়া, সারা আলি খান এবং নিমরত কৌর।
আরও পড়ুন: হাড্ডাহাড্ডি লড়াই জগদ্ধাত্রী-কোন গোপনের! এই সপ্তাহে সবাইকে ছাপিয়ে TRP টপার হল পরিণীতা নাকি ফুলকি?
ইমারজেন্সি ছবিটি প্রসঙ্গে
ইমারজেন্সি ছবিটি লিখেছেন, পরিচালনা করেছেন কঙ্গনা রানাওয়াত। প্রযোজনাও করেছে তাঁর মনিকর্ণিকা ফিল্মস। মুখ্য ভূমিকায় আছেন কঙ্গনা রানাওয়াত, অনুপম খের, মিলিন্দ সোমান, শ্রেয়স তালপাড়ে প্রমুখ।