ওটিটি প্ল্যাটফর্মে সদ্য মুক্তি পেয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ইন্দুবালা ভাতের হোটেল সিরিজটি। এটি দিয়েই ওটিটি-র দুনিয়ায় পা রাখলেন রাজ পত্নী। এক তো কল্লোল লাহিড়ির জনপ্রিয় উপন্যাস থেকে সিরিজ, দুই চরিত্রের প্রয়োজনে একেবারে ভোল বদলে ফেলেছেন অভিনেত্রী, সব মিলিয়ে শুরু থেকেই চর্চায় এটি। তবে মঙ্গলবার ইন্দুবালা ভাতের হোটেল নিয়ে ফেসবুকে ক্ষোভ উগড়ে দিলেন জনপ্রিয় সংগীত শিল্পী জয়তী চক্রবর্তী।জয়তীর অভিযোগ তাঁকে না জানিয়েই এই সিরিজ থেকে তাঁর গাওয়া গানটিকে রিপ্লেস করে দেওয়া হয়েছে। ফেসবুকে গায়িকা লেখেন, ‘ইন্দুবালা ভাতের হোটেল সিরিজ এ আমার কণ্ঠে একটি গান আছে বলে আমি জানতাম।। অনেক আশা নিয়ে দেখতে বসে দেখলাম গানটি আমার কণ্ঠে নেই।। আমার কণ্ঠ বাদ দিয়ে খুবই সুযোগ্য গুণী একজনের কণ্ঠ রাখা হয়েছে। বিষয়টি অবগত হবার পর আঘাত পেয়েছি বটেই। কিন্তু তার থেকেও বেশি মনে হচ্ছে যেটা তা হলো, আমাকে জানিয়ে দিলেই আমি অনেক মানুষকে বলে বেড়াতাম না গানটি শোনার জন্য। আমার কতটা আশা ভঙ্গ হলো সেই বিষয়টার বিচার নাহয় পরে করা যাবে, কিন্তু যার কণ্ঠে এই গানটি সিরিজ এ রয়েছে সেই গুণী শিল্পীরও অপমান এটা.....তাই নয় কি!!!! কারণ নাম দেখানো হয়েছে আমার...অথচ আমার কোনও গান রাখাই হয়নি...’দেবালয় ভট্টাচার্য পরিচালিত এই সিরিজে গান নিয়ে এর আগেও জলঘোলা হয়েছে। সিরিজ়ের সঙ্গীত পরিচালক অমিত চট্টোপাধ্যায় এর আগে অভিযোগ তুলেছিলেন তাঁকে নাকি কারা বার বার হুমকি দিচ্ছে। এবার তাঁর উপরেই অভিযোগ আনলেন জয়তী। কোন গান সেটা খোলসা করে না বললেও তাঁর পোস্ট বুঝিয়ে দিচ্ছে মনে কত বড় আঘাত তিনি পেয়েছেন। নিজের পোস্টের শেষভাগে লিখেছেন, ‘কোনো শিল্পীর আশা ভঙ্গ হওয়ার দায় ও কোনোদিন কেউ নেন নি আর নেবেনও না একথাও সত্যি। তবুও যাদের বলেছি যে ‘শুনবেন দেখবেন আমার গান আছে....গানটি বড় ভালো…’ এই মিথ্যাচার থেকে রেহাই পাবার প্রচেষ্টা করলাম মাত্র.... ইন্দুবালা ভাতের হোটেলে আমার কোনো গান নেই। কেউ আমাকে ভুল বুঝবেন না আশা রাখবো। খুব ভালো সিরিজ... সকলে দেখবেন অবশ্যই।’ প্রসঙ্গত, ইন্দুবালা ভাতের হোটেলের জন্য জয়তী গেয়েছিলেন ‘আমি একা চিনি’ গানটি। এই গান বর্তমানে স্পটিফাইতে থাকলেও, সিরিজে ব্যবহার করা হয়নি।জয়তীর এই পোস্টে মন্তব্য করেছেন লোপামুদ্রা মিত্রও। তিনি স্বান্ত্বনার সুরে লেখেন, ‘মন খারাপ করিস না। এমন আরও অনেক কিছু ঘটবে। এই জগৎ আর আমাদের নেই। নিজের আনন্দে গেয়ে যা।’পরিচালক দেবালয় বা সঙ্গীত পরিচালক অমিত এখনও এই বিষয়ে মুখ খোলেননি।(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup)