অশান্ত হয়ে রয়েছে ভারত, পাকিস্তান। ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর সম্প্রতি ভারতীয় সেনা পাকিস্তানে অপারেশন সিঁদুর করেছে। তারপর থেকেই ভারতের পশ্চিম সীমান্ত অশান্ত হয়ে আছে। এমন অবস্থা কনসার্ট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন শ্রেয়া ঘোষাল।
আরও পড়ুন: বিয়ের বছর পার, একগুচ্ছ অদেখা ছবির সঙ্গে আদৃতের জন্য খোলা চিঠি কৌশাম্বির! লিখলেন, 'এভাবেই...'
আরও পড়ুন: রানি লক্ষ্মীবাইয়ের সহযোদ্ধা ছিলেন সোফিয়া কুরেশির ঠাকুমার মা! ভাইরাল কর্নেলের পুরনো ভিডিয়ো
কী ঘটেছে?
ভারত পাকিস্তানের এমন অশান্ত আবহে এর আগে অরিজিৎ সিং তাঁর কনসার্ট বাতিলের সিদ্ধান্ত জানিয়েছেন। রাজকুমার রাওয়ের ছবি বড় পর্দার বদলে OTT তে মুক্তি পাচ্ছে। এমন অবস্থায় শ্রেয়া ঘোষালও জানিয়ে দিলেন তিনি তাঁর আগামী কনসার্ট পিছিয়ে দিলেন।
এদিন একটি বিবৃতি দিয়ে সোশ্যাল মিডিয়ায় শ্রেয়া ঘোষাল লেখেন, 'জরুরি আপডেট।' সেই পোস্টে লেখা আছে 'আমার প্রিয় অনুরাগীরা, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে আমার হোমকামিং কনসার্ট যেটা মুম্বইয়ের বিকেসিতে অবস্থিত জিও ওয়ার্ল্ড গার্ডেনে ১০ মে হওয়ার কথা ছিল আমাদের অল হার্ট ট্যুরের অংশ হিসেবে সেটা আমরা আমাদের প্রিয় দেশের এমন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'
তিনি এদিন আরও লেখেন, 'আমার কাছে আমার জগৎ এই কনসার্ট। আমি তোমাদের সঙ্গে একটা দারুণ সন্ধ্যা কাটাব ভেবেছিলাম। কিন্তু একজন শিল্পী হিসেবে, একজন নাগরিক হিসেবে আমার কর্তব্য যে আমি এখন আমার দেশের পাশে দাঁড়াই। আমি কথা দিচ্ছি এটা ক্যানসেল হবে না। এটা স্রেফ পিছিয়ে দেওয়া হল। আমরা শীঘ্রই সবাই মিলিত হবো।'
আরও পড়ুন: বিয়ের বছর পার, একগুচ্ছ অদেখা ছবির সঙ্গে আদৃতের জন্য খোলা চিঠি কৌশাম্বির! লিখলেন, 'এভাবেই...'
আরও পড়ুন: হুবহু ‘বসুধা’র মতো! বড়মার সংসারে কুসুমের লক্ষ্মীশ্রী ফেরানোর ঝলক দেখেই ধরে ফেলল নেটপাড়া, কী বলছে?
শ্রেয়া ঘোষাল এদিন তাঁর বিবৃতি জানিয়েছেন যে টিকিট ১০ মের জন্য দেওয়া হয়েছিল সেই একই টিকিট থাকবে এই কনসার্টের যে নতুন দিন ঘোষণা করা হবে সেটার জন্য। যদিও এই কনসার্ট পিছিয়ে কবে করা হবে সেটা এই পোস্টে জানানো হয়নি।
বলাই বাহুল্য, দেশের এমন পরিস্থিতিতে শ্রেয়ার এই সিদ্ধান্তের সঙ্গে সহমত তাঁর অনুরাগীরা। তাঁকে কুর্নিশ জানিয়েছেন তাঁরা এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য।