মাত্র ২৫ বছরেই সাফল্য এসেছে শাহরুখ খান-পুত্র আরিয়ান খানের জীবনে। ২০২২ সালে নিজের প্রিমিয়াম ভদকার ব্র্যান্ড লঞ্চ করেন আরিয়ান। আর গত মাসে সামনে আসে তাঁর পোশাকের ব্র্যান্ডের প্রথম কালেকশন। D'YAVOL X নামের একটি লাক্সারি স্ট্রিটওয়্যার কালেকশন লঞ্চ করেন তিনি। ওয়েবসাইট সামনে আসার একদিনের মধ্যেই সোল্ড আউট হয়ে যায় সব পোশাক। এমনকী ২৪ হাজারের টি-শার্ট, ৫০ লাখের হুডি, ২ লাখের জ্যাকেট বিক্রি হয়ে যায় একদিনে।তবে আরিয়ানের পোশাকের ব্র্যান্ডের আকাশছোঁয়া দাম দেখে ট্রোল করেছিল সোশ্যাল মিডিয়ার বড় একটা অংশ। এরই মধ্যে এক ভক্ত শাহরুখ খানকে ট্যাগ করে টুইট করে বসেন, ‘এই D'YAVOL X জ্যাকেট একটু ১০০০, ২০০০-এরও বানিয়ে দাও। অত দাম দিয়ে কিনতে তো বাড়ি বিক্রি হয়ে যাবে।’ আর সেই টুইটের জবাব দিয়ে শাহরুখ খান লিখলেন, ‘এই D'YAVOL X লোকেরা আমাকেও কম টাকায় বিক্রি করছে না। কিছু একটা করতেই হবে।’প্রসঙ্গত, আরিয়ানের ব্র্যান্ডের হয়ে বিজ্ঞাপন করেছেন স্বয়ং শাহরুখ। এমনকী ওয়েবসাইট সামনে আসার পরদিনই যখন সব কালেকশন বিক্রি হয়ে যায় কিং খান নিজের ইনস্টা স্টোরিতে লিখেছিলেন, ‘সবাইকে ধন্যপাত। আপাতত সব বিক্রি হয়ে গিয়েছে। পরের লটের জন্য অপেক্ষা করুন।’আরিয়ান বাবা শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করে লিখেছিলেন, ‘আমার বাবার সঙ্গে কাজ করা কখনোই চ্যালেঞ্জিং নয়। কারণ তাঁর অভিজ্ঞতা এবং নিষ্ঠা সেটে সবার কাজ সহজ করে দেয়। তিনি পুরো ক্রুকে স্বাচ্ছন্দ্য বোধ করান এবং প্রত্যেককে অসামান্য সম্মান করেন। বাবা সেটে থাকলে আমি সবসময় অতিরিক্ত মনোযোগ দিতে পারি, শেখার সুযোগ পাই যা কখনও মিস করি না।’ এদিকে শনিবার রাতেই সামনে এসেছে শাহরুখ খানের পরের সিনেমা ‘জাওয়ান’-এর মুক্তির তারিখ। আটলির পরিচালনায় এরপর আসবেন কিং খান। চলতি বছরের ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি। ছবির পোস্টারখানা বেশ চমকপ্রদ। যেখানে দেখা যাচ্ছে আকাশে ঘন কালো মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে। আর তার মাঝেই বল্লম হাতে জওয়ান বেশে শাহরুখ। একসময়ের রোম্যান্টিক হিরোর এরকম চেহারা দেখে তো চোখ কপালে ভক্তদের। এখন দেখার ‘পাঠান’-এর মতো জলওয়া দেখাতে পারেন কি না কিং খান ফের একবার। (এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup)