এক নজর তাঁকে দেখলে যে কেউ ভেবে বসতে পারেন বলিউডের বাদশা শাহরুখ খান। তাঁকে দেখে যে কেউ রীতিমতো ভ্য়াবাচাকা খেতে পারেন। তিনি আর কেউ নয়, শাহরুখ খানের ডপেলগ্যাঞ্জার। নাম সুরজ কুমার। তাঁকে যেন হুবহু দেখতে নব্বইয়ের দশকের শাহরুখ খানের মতো।
বছর ২২-এর সুরজ কুমার বেশ কিছু ছবি দিল্লির ইন্ডিয়া গেটের সামনে থেকে ভাইরাল হয়েছিল। পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে ইন্ডিয়া গেটের কাছে সেই ছবি তুলেছিলেন তিনি। এই বিষয় কথা বলতে গিয়ে হিন্দুস্তান টাইমসকে তিনি জানিয়েছেন, ‘আমি প্রায়শই ইন্ডিয়া গেটের সামনে ভিডিয়ো শ্যুট করতে যাই। রিল বানানোর জন্য় এই জায়গাটাই বেছে নিই। রিলের জন্য এসআরকের ক্ষুব্ধ দৃশ্য এবং ডর ও বাজিগরের মতো সিনেমা থেকে তাঁর দৃশ্যগুলি করতে পছন্দ করি’।
আরও পড়ুন: যেন পরী! ডিপ নেক, পা চেরা গাউনে চোখ ধাঁধানো লুকে প্রিয়াঙ্কা
সুরজকে হুবহু শাহরুখের মতো দেখতে এমনটা নয়, তিনি শাহরুখ খানের খুব বড় ভক্তও। শাহরুখের নব্বইয়ের দশকের সিনেমা দেখতে পছন্দ করেন। তিনি জানিয়েছেন, ‘নতুনগুলির চেয়ে আমি তাঁর পুরানো কাজগুলি দেখতে পছন্দ করি -- বাজিগর, দিওয়ানা, ইয়েস বস, চমৎকার, রাজু বান গয়া জেন্টলম্য়ান এবং মায়া মেমসাব। তাঁর তখনের কাজগুলি অতুলনীয়। ওঁর বলার ধরন, চুল, নাচের স্টাইল, ওঁর তোতলানো, সেগুলি আপনি নতুন ছবিতে দেখতে পাবেন না। সেজন্য আমি নব্বইয়ের দশকের সংলাপ থেকেই ওঁকে বেশি অনুকরণ করি’।