বক্স অফিস জুড়ে এখন কেবলই টাইগার রাজ। দীপাবলির সময় মুক্তি পেয়েছে টাইগার ৩। মাত্র দুইদিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে এই ছবি। টাইগার হয়ে কামব্যাক করেছেন সলমন। সঙ্গে আছেন 'জোয়া' ক্যাটরিনাও। সম্প্রতি এই ছবির স্ক্রিনিংয়ে শিশুদের সঙ্গে সময় কাটাতে দেখা গেল ভাইজানকে। সেখানে গিয়ে তাদের সঙ্গে কী কী করলেন সলমন?
টাইগার ৩ -এর স্ক্রিনিংয়ে শিশুদের সঙ্গে সলমন
১৪ নভেম্বর ছিল শিশু দিবস। এই বিশেষ দিন উপলক্ষে টাইগার ৩ -এর স্ক্রিনিংয়ে শিশুদের সঙ্গেই দেখা গেল ভাইজানকে। তাঁদের সঙ্গে হ্যান্ডশেক করলেন। হাসিমুখে তুললেন ছবিও। বাদ দিলেন না মজা করতেও।
আরও পড়ুন: তোয়ালে পরে মারপিট! 'টাইগার ৩'-এর অ্যাকশন দৃশ্য কীভাবে শুট করেছিলেন ক্যাটরিনা?
আরও পড়ুন: যুবরাজের আত্মজীবনীর স্বত্ব কিনলেন আমির, তবে কি এবার যুবির বায়োপিক আসছে?
এদিন সলমন খানের ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে তিনি নীল রঙে একটি টিশার্ট পরে খুদে ভক্তদের সঙ্গে কথা বলছেন। সেলফি তুলছেন। সকলের সঙ্গে হ্যান্ডশেক করে, তাদের সমস্ত আবদার শোনেন। এমনকি ঘুষি মারার ভঙ্গিমা করে মজাও করেন ভাইজান। তাঁকে ঘিরে ছোটদের উচ্ছ্বাস ছিল দেখার মতো।