অভিনয় থেকে রাজনীতির মঞ্চ সব জায়গাতেই দেবের সামনে এসেছে নানা 'চ্যালেঞ্জ'। কিন্তু নিজের উপাস্থিত বুদ্ধি জোরে তিনি সব সময়ই 'চ্যাম্প'। দেবের জীবনে এসেছেন রুক্মিণী মৈত্রও, তিনি নায়কের ভালোবাসার 'টনিক'। নায়ককে নিয়ে অভিনেত্রীর গর্বেরও সীমা নেই, আর এবার দেবের 'সবুজ ঘাটাল' অভিযানের ভিডিয়ো রি-ট্যুইট করে আবারও সেই বার্তা দিলেন রুক্মিণী।
রবিবার দেব তাঁর বৃক্ষরোপণ কর্মসূচীর ভিডিয়ো ‘এক্স’ হ্যান্ডেলে শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'আমি কথা দিয়েছিলাম আমি যতগুলো ভোট পাবো ততগুলো গাছ লাগাব, কিন্তু যেভাবে চাহিদা বেড়েছে, আমি চেষ্টা করব নোটা বাদে যত মোট ভোট পরেছে ঘাটাল লোকসভা কেন্দ্রে, ততগুলো গাছ লাগাবো আগামী ৫ বছরে।'
আরও পড়ুন: 'পদাতিক' মুক্তির আগেই সুখবর দিলেন সৃজিত! ছবির মুকুটে লাগল কোন পালক?
আর দেবের সেই ভিডিয়ো রি-ট্যুইট করে রুক্মিণী গর্ব প্রকাশ করে লিখেছেন, 'দেব আমি এক্ষুণি দেখলাম তোমার পোস্ট। মন থেকে বলছি, তুমি যা করেছ তাতে আমি খুব খুশি এবং গর্বিত, এবং আমি ১০ হাজার গাছের চারা দিয়ে এই মহৎ প্রচেষ্টায় তোমার পাশে থাকতে চাই।'
প্রসঙ্গত, প্রথমে দেব ঘাটাল লোকসভা কেন্দ্রের সবং ব্লকের দেওভোগ গ্রাম পঞ্চায়েতের উচিতপুরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মাঠে বৃক্ষরোপণের মাধ্যমে এই 'সবুজ ঘাটাল অভিযান' কর্মসূচি শুরু করেন। এ বিষয়ে দেব জানান তাঁর ঘাটাল লোকসভার কেন্দ্রের অন্তর্ভুক্ত সমস্ত বিধানসভা কেন্দ্র থেকে তিনি অনেক সাড়া পেয়েছেন। দেব বলেন, 'প্রথমে ভেবেছিলাম আমি যে কটা ভোট পেয়েছি সেই কটা গাছ লাগাবো। কিন্তু যা পরিস্থিতি তাতে আমার মনে হয়েছে এখানে শুধু তৃণমূল নয়, বিজেপি, সিপিআইএম সব মিলিয়ে যত ভোট পড়েছে সেই সংখ্যক গাছ আমি ৫ বছর ধরে লাগাবো।' দেবের কথায় সেই সংখ্যাটা প্রায় ১৫ লক্ষের কাছাকাছি।
আরও পড়ুন: চড়কাণ্ডে নতুন মোড়! তৈরি হল তিন সদস্যের একটি বিশেষ তদন্ত দল
কী এই দেবের 'সবুজ ঘাটাল অভিযান'?
ভোটের আগে দেব কথা দিয়েছেলেন, তিনি প্রাপ্ত ভোটের সমসংখ্যক বৃক্ষরোপণ করবেন। সেই কথা মতো রবিবার নিজের ঘাটাল লোকসভা কেন্দ্রে বৃক্ষরোপণ-এর কাজ শুরু করলেন দীপক অধিকারী। ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেওয়ার দিনই দেব সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি যত ভোট পাবেন সেই সংখ্যার গাছ লাগাবেন তাঁর লোকসভার সাতটি বিধানসভা এলাকায়। নির্বাচনে জেতার পরই তাই দেবের পক্ষ থেকে কয়েক লক্ষ গাছের চারা কেনার জন্য নার্সারিতে বরাত দেওয়ার কাজ শুরু করে দিয়েছিলেন তৃণমূল কর্মীরা। আর ফলাফল প্রকাশ্যে আসার মাত্র ৫ দিনের মাথায় দেব মাঠে নেমে পড়েন নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে। জানা গিয়েছে, প্রাথমিক ভাবে নেতা নিজের লোকসভা কেন্দ্রে প্রায় ২ লাখ গাছ লাগাবেন।