১৫০ কোটির ছবি, আয় করে মাত্র ৪২ কোটি টাকা। ২০২২-এ মুক্তি পাওয়া রণবীর কাপুরের 'শামসেরা' বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। রণবীরের অভিনয় প্রশংসিত হয়ছে ঠিকই তবে দুর্বল চিত্রনাট্য ছবিটির সাফল্যে বাধা হয়ে দাঁড়ায়। তবে তারপরেও রণবীরকে তাঁর এক মহিলা অনুরাগী বলেন, 'শামসেরা' তাঁর ভালো লেগেছে। আর তা শুনে রণবীর ঠিক কী উত্তর দিলেন জানেন?
'শামসেরা'র মতো চূড়ান্ত ব্যর্থ একটা ছবি ভালো লেগেছে শুনে রণবীর তাঁর অনুরাগীকে বলেন, 'আপনি অন্ধ ভক্ত।' প্রিয় অভিনেতার কথা শুনে ওই মহিলা বলেন, আমার কনসেপ্ট ভালো লেগেছে। এই ছবি ৯০ এর দশকে মুক্তি পেলে বড় হিট হত।' রণবীর উত্তরে বলেন, ‘শামশেরার গল্পটা একটু পুরনো ছিল। দেখে মনে হবে আপনি আগেও এমন ছবি দেখেছেন, এতে কোনও নতুনত্ব নেই।’ রণবীরের কথায়, ‘এটি বক্স অফিসে কোনও কাজেই আসেনি। আসল দর্শকরাই রাজা। তাঁরা পছন্দ করছেন না মানে বুঝতে গণ্ডোগোল আছে।’