তারকাদের মৃ্ত্যুর বা অসুস্থতার ভুয়ো খবর রটার ঘটনা নতুন নয়। বহু তারকাকেই এই ভুয়ো খবরের ফাঁদে পড়তে হয়েছে। এবার এই ভুয়ো খবর রটল, বাংলা ও হিন্দি ছবির একসময়ের আইকনিক নায়ক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে। বিষয়টি কানে যেতেই তড়িঘড়ি সোশ্যাল মিডিয়ার পাতায় পোস্ট করলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন, ‘একটা খবর ভুল ছড়িয়েছে সকাল থেকে...বর্তমানে মুম্বইয়ের বাড়িতে আমার বাপি সুস্থ আছে এবং ভালো আছে ..ভগবান এবং আপনাদের আশীর্বাদে’।
এই খবরে স্বস্তিতে কিংবদন্তি অভিনেতার অনুরাগীরা। প্রসেনজিতের পোস্টে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একজন লেখেন, ‘ঈশ্বর আপনার বাপিকে সুস্থ রাখুন…’। আরও একজন লেখেন, ‘শুনে শান্তি পেলাম।’ কেউ লেখেন, ‘ঈশ্বর ওনাকে সুস্থ রাখুন, উনি ভালো থাকুন।’ কারোর কথায়, ‘উনি সবসময় সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই প্রার্থনা করি।’ এক অনুরাগীর মন্তব্য, ‘উনি একজন কিংবদন্তী ওনার দীর্ঘায়ু কামনা করি’। কেউ বলেছেন,'আমাদের প্ৰিয় বিশ্বজিৎ এর সুস্থতা কামনা করছি'। এমনই কমেন্টের বন্যা বয়ে যায়।
গত ১৪ ডিসেম্বর ৮৮ বছরের পা দিয়েছেন ‘বাবা তারকনাথ’ খ্যাত অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। মহানায়ক উত্তম কুমারের পরবর্তী সময়ে বাংলা ছবির অন্যতম জনপ্রিয় নায়ক ছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। ১৯৩৬ সালের ১৪ ডিসেম্বর জন্ম হয় এই কিংবদন্তি নায়কের।
তাঁর ফিল্মি কেরিয়ার শুরু হয়, মহানায়ক উত্তম কুমারের মায়ামৃগ (১৯৬০) ছবির হাত ধরে। এরপর ‘দুই ভাই’ (১৯৬১) ছবিতে নজর কাড়েন তিনি । এরপর বিশ্বজিৎ বোম্বেতে চলে আসেন । এরপর মুম্বই পাড়ি দেন তিনি। ১৯৬২ সালে, ‘বিশ সাল বাদ’ ছবিতে অভিনয় করেন যা প্রথমে উত্তম কুমারকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে মহানায়ক সেই ছবিটি করতে রাজি হননি। এরপর হেমন্ত কুমার প্রযোজিত প্রথম ছবি ছিল সেটি। তারপরে কোহরা , ‘বিন বাদল বরসাত’, ‘মজবুর’, ‘ক্যাসে কহু’, ‘মেরে সনম', ‘এপ্রিল ফুল’, 'শেহনাই’ এবং ‘পয়সা ইয়া প্যায়ার’ সহ বহু হিন্দি ছবিতে অভিনয় করেছেন।
প্রসঙ্গত, বিশ্বজিৎ-এর ‘আনজানা সফর’ ছিল রেখার ডেবিউ ফিল্ম। এছাড়াও ওয়াহিদা রহমান, মুমতাজ, মালা সিনহা, রাজশ্রীর মতো নায়িকাদের সঙ্গে জুটি বেঁধে একাধিক হিট হিন্দি ছবির নায়ক ছিলেন তিনি। বাংলায়, ‘চৌরঙ্গী’, 'গড় নসিম পুর', ‘জয় বাবা তারকনাথ’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’-এর মতো ব্লকবাস্টার বাংলা ছবিও উপহার দিয়েছেন।আবার শুধুই অভিনয় নয়, সলিল চৌধুরীর সুরে গানও গেয়েছেন বিশ্বজিৎ। ‘যায় যায় দিন’, 'তোমার চোখের কাজলে' গান দুটি মানুষের মন ছুঁয়ে যায়।
১৯৭৫ সালে ‘কেহতে হ্যায় মুঝকো রাজা’ নামে একটা ছবিও বানিয়েছিলেন তিনি। এই মুহূর্তে 'অগ্নিযুগ : দ্যা ফায়ার' নামে একটি ছবি বানানোর কাজে ব্যস্ত তিনি।