শাহরুখ খানের ‘জওয়ান’-এর পরিচালক অ্যাটলি এখন তাঁর নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত। পরিচালক বর্তমানে ‘পুষ্পা’ খ্যাত তারকা আল্লু অর্জুনের সঙ্গে তাঁর পরবর্তী ছবি ‘A6’ তৈরি করছেন। আর এবার খবর এই ছবিতে নাকি প্রিয়াঙ্কা চোপড়াকেও দেখা যেতে পারে। শোনা গিয়েছে ছবিটা বড় পরিসরে তৈরি হচ্ছে। তাছাড়াও শোনা গিয়েছে যে ছবিটি নাকি অসাধারণ অ্যাকশনে ভরপুর হতে চলেছে, আর তা একদমই অ্যাটলি স্টাইলে।
আরও পড়ুন: শায়িত মনোজ কুমার, হাপুস নয়নে কান্না, ভেঙে পড়লেন স্ত্রী শশী, তাঁকে দেখলে চোখে জল আসবে আপনাদেরও
আরও পড়ুন: ‘বাচ্চার বয়স যখন ১০ হবে, তোর ৭০…’! বিয়ে নিয়ে মা-বাবার খোঁটা দেবকে, কী জবাব এল?
পুষ্পার পর আল্লু অর্জুনও তাঁর পুরো সময় এই ছবিতে ব্যয় করেছেন। ছবির শুটিং শুরু হওয়ার আগে, অ্যাটলি তাঁর চরিত্রটি নিয়ে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে আলোচনাও করছেন। যদি সবকিছু ঠিকঠাক হয়, তাহলে এই ছবিতে প্রিয়াঙ্কাকে আল্লু অর্জুনের নায়িকা হিসেবে দেখা যাবে।
আরও পড়ুন: মুসলিম হয়ে কেন সইফ-কন্যা সারা আলি খান কামাখ্যা মন্দিরে! ‘নাম বদলে সীতা রাখো…’, ক্ষেপে লাল নেটিজেনরা
গুঞ্জন, অ্যাটলির এই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া মুখ্য ভূমিকায় অভিনয় করতে পারেন। আল্লু অর্জুন এবং প্রিয়াঙ্কাকে একসঙ্গে দেখে ভক্তরা যে বেশ আনন্দ পাবেন তা বলাই বাহুল্য। শোনা গিয়েছে ছবির বাজেটও নাকি বেশ বড়। আরও জানা গিয়েছে যে, শাহরুখ খানের ‘জওয়ান’ -এর মতো এই ছবিতেও নাকি আল্লু অর্জুনকে দ্বৈত ভূমিকায় দেখা যাবে। সঙ্গে দারুণ অ্যাকশন ঠাসা হবে এই ছবি। জানা গিয়েছে যে, এই ছবিটি নাকি আল্লু অর্জুনের জন্মদিনে মুক্তি পাবে।
কাজের সূত্রে, প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে বাহুবলী পরিচালক এসএস রাজামৌলির পরবর্তী ছবিতে কাজ করছেন। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতা মহেশ বাবুকে । ছবির শ্যুটিংয়ের জন্য প্রিয়াঙ্কাকে আমেরিকা থেকে হায়দরাবাদে যেতেও দেখা গিয়েছিল। ছবিতে অসাধারণ অ্যাকশন এবং অসাধারণ গল্প দেখা যাবে জানা গিয়েছে।এছাড়াও, প্রিয়াঙ্কা এবং মহেশবাবুকে পর্দায় দেখার জন্য দর্শকরা উৎসাহ নিয়ে অপেক্ষা করছেন। ছবিটি আগামী বছরের মধ্যে প্রেক্ষাগৃহে আসতে পারে বলে খবর।