বিগত বেশ কয়েক মাসে করণ জোহরের অতিরিক্ত ওজন কমে যাওয়ায় প্রশ্ন জেগেছিল মানুষের মনে। কেউ কেউ মনে করেছিলেন, পরিচালক হয়তো অসুস্থ, কেউ আবার ভেবেছিলেন ওষুধের সাহায্যে হয়তো ওজন কমিয়েছেন তিনি। কেউ কেউ আবার পরিচালকের অতিরিক্ত ওজন কমে যাওয়ার পেছনে দায়ী করেছিলেন ওজেম্পিক নামক ওষুধকে। কিন্তু সদুত্তর পাওয়া যায়নি কিছুতেই। এবার এই প্রসঙ্গে কথা বললেন পরিচালক নিজেই।
আরও পড়ুন: সেন্সর বোর্ডের কোপে ‘ফুলে’, ক্ষোভ উগরে কী বললেন অনুরাগ কাশ্যপ?
আরও পড়ুন: ভিন ধর্মে বিয়ে করে উপহাসের সম্মুখীন সোহা, ‘কটা রোজা রাখেন?' প্রশ্ন নেটিজেনদের
বৃহস্পতিবার অর্থাৎ ১৭ এপ্রিল অক্ষয় কুমার, আর মাধবন এবং অনন্যা পান্ডের ‘কেশরী চ্যাপ্টার ২’ প্রচারে সমাজমাধ্যমে একটি লাইভ করেছিলেন প্রযোজক তথা পরিচালক করণ জোহর। এই অনুষ্ঠানে ছবি প্রসঙ্গে অনুরাগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। কথা প্রসঙ্গে উঠে আসে তাঁর আচমকা রোগা হয়ে যাওয়ার প্রসঙ্গ।
রোগা হওয়ার প্রসঙ্গে প্রশ্ন করায় তিনি বলেন, ‘আমি অনেক পরিশ্রম করে রোগা হয়েছি। কোনও ওষুধের দ্বারা নয়। একেবারে সঠিক উপায়ে আমি ওজন কমিয়েছি। ওজন কমানোর পর আমার নিজেকে অনেক হালকা লাগে। প্রতিদিন সকালে নতুন উদ্যমে আমি কাজ শুরু করতে পারি।’
পরিচালক বলেন, ‘নিয়মিত ডায়েট এবং ব্যায়ামের ফলে আমি এই ওজন কমাতে পেরেছি। আমি সারাদিনই একবার মাত্র খাই, যাকে বৈজ্ঞানিক ভাষায় OMAD বলে। দুগ্ধজাত পণ্য অথবা চিনি এইসব এড়িয়ে চলি আমি। এছাড়া প্রত্যেক দিন সাঁতার কাটি এবং নিয়মিত ব্যায়াম করি।’
আরও পড়ুন: নতুন বাবা মা জাহির-সাগরিকা, শুভেচ্ছা বার্তা পাঠালেন অনুষ্কা, আথিয়ারা, কে কী লিখলেন?
আরও পড়ুন: দিল্লির রঙ্গা-বিল্লা মামলা নিয়ে ওয়েব সিরিজ, থাকবেন সোনালি-আলি
প্রসঙ্গত করণ জোহরের মন্তব্য শুনে বেশ বোঝাই যাচ্ছে যে তিনি গত কয়েক মাস ধরে চলা ওজেম্পিক বিতর্ককে একদম থামিয়ে দিলেন। কোনও ওষুধ বা সার্জারি নয়, একেবারে সুস্থ পদ্ধতিতে তিনি নিজের বাড়তি ওজন কমিয়েছেন। তিনি যে সম্পূর্ণভাবে সুস্থ আছেন, এও জানাতে ভোলেননি তিনি।