শুক্রবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ভূবনেশ্বরের রাস্তার একটি ছবি। আকাশ সিং নামের একজন সোশ্যাল মিডিয়ায় ছবিটি পোস্ট করেন। সেখানে দেখা যায়, বাইক নিয়ে খাবার ডেলিভারি করতে যাচ্ছেন এক ব্যক্তি। সেই ব্যক্তিকে অবিকল কপিল শর্মার মতো দেখতে। তাঁকে দেখে চার পাশের অন্য মানুষরা হাঁ করে তাকিয়ে রয়েছেন।
ছবিটি পোস্ট করে আকাশ লেখেন, ‘আজ রাস্তায় আপনাকে Live দেখলাম।’ কপিলও মজা করে অনুরোধ করেন, ‘কাউকে বলবেন না যেন।’

এর পরেই ছবিটি Viral হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বেশ কিছু সংবাদমাধ্যমও লিখে দেয়, ওটি কপিলের মতো দেখতে একজন। ইংরেজিতে যাকে বলে Doppelganger। এণনই একজনের ছবি Viral হয়েছে নেটমাধ্যমে।
কিন্তু বিষয়টি মোটেও তা নয়। কিছু পরেই জানা যায়, ওটি আসলে কপিলেরই ছবি।

হালে ভূবনেশ্বরের ছবির শ্যুটিং করছেন কপিল। নন্দিতা দাসের পরিচালনায় ওই ছবিতে কপিলকে দেখা যাবে খাবার ডেলিভারি করা এক ব্যক্তির চরিত্রেই। আর তারই শ্যুটিংয়ের ফাঁকে রাস্তায় বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন অভিনেতা। তখনই আকাশ সিং নামের অনুরাগী, নিজের মোবাইলে ক্যামেরাবন্দি করেন কপিলকে।

সম্প্রতি এই ছবির কাজের জন্য ভূবনেশ্বরেই রয়েছেন কপিল। দেখা করেছেন রাজ্যের নামজাদা ব্যক্তিত্বদের সঙ্গেও। তাছাড়া ছবির শ্যুটিংয়ের বেশ কিছু ছবি এবং ভিডিয়ো তিনি নিজে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
তবে কপিলকে এভাবে সকলের মাঝে রাস্তায় দেখতে পাওয়া যাবে, তা ভাবেননি অনেকেই। আর সেই কারণে এত Viral হয়েছে, তাঁর ছবিটি।