অভিনেতা নীল নিতিন মুকেশ এবং ক্যাটরিনা কাইফ ২০০৯ সালের নিউ ইয়র্ক ছবিতে তাদের অন-স্ক্রিন রসায়ন দিয়ে দর্শকদের মুগ্ধ করেন। তবে পর্দার আড়ালে তাদের সম্পর্ক প্রথমদিকে খুব বেশি ভালো ছিল না। একটি নতুন সাক্ষাৎকারে, নীল প্রকাশ করেছেন যে প্রথমে একে অপরের সাথে বনিবনা হয়নি তাঁদের।
অন পাবলিক ডিমান্ড বাই ফিল্মিজিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে নীল ক্যাটরিনার সঙ্গে তাঁর প্রাথমিক প্রতিদ্বন্দ্বিতার কথা তুলে ধরেন।
নীল বলেন, 'প্রথম দিন যখন আমাদের দেখা হয়, তখন আমরা বন্ধু নয়, শত্রু হয়ে যাই। আমরা একসঙ্গে প্রথম দৃশ্যের শুটিং করছিলাম আর ঝগড়া চালিয়ে গিয়েছিলাম। ফলে বারবার কাটও হচ্ছিল। শেষে আমি ওর কাছে জানতে চাই, কী সমস্যা?
তিনি আরও বলেন, ‘আমি শুনেছি ওর নাকি সমস্যা ছিল আমার গায়ের রং নিয়ে। পরে শুনেছি, আমি যে চরিত্রে অভিনয় করছি, তা নিয়ে ওর সমস্যা ছিল। তিনি ক্রমাগত আমার পিছনে লাগছিলেন, আর আমি রেগে যাচ্ছিলাম। কারণ আমি সবে একটা ইনটেন্স ফিল্মে কাজ করে এসেছিলাম।’
নীল আরও জানান যে, এরপর একদিন নাকি শট শেষ করে ক্যাটরিনা ধমক লাগান তাঁকে। এরপর নীল ঠিক করেন, খোলাখুলি কথা বলে, সবকিছু মিটিয়ে নেওয়ার। আর তখনই জানতে পারেন, মোটেও ক্যাটরিনা তাঁর উপরে রাগ করেননি। আসলে ক্যাট নিজেও খুব দুশ্চিন্তায়। এর আগে কমেডি ছবিতেই কাজ করেছেন। সিরিয়াস সিনেমা সেটাই প্রথম। এরপর দুজনে মতপার্থক্য মিটিয়ে, বন্ধু হয়ে যান।
যশরাজ ফিল্মস প্রযোজনা ও পরিবেশনা করেছে, নিউ ইয়র্ক পরিচালনা করেছিলেন কবির খান। ২০০৯ সালে মুক্তি পাওয়া এই ছবিতে আরও অভিনয় করেছিলেন জন আব্রাহাম ও প্রয়াত ইরফান খান। নিউ ইয়র্কের প্রেক্ষাপটে নির্মিত এই কাহিনী নয় বছর ধরে চলে। এটি তিন তরুণ বন্ধুর গল্প বলে যাদের জীবন ৯/১১-এর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের হামলার পরে অপ্রত্যাশিত মোড় নেয়।
নীলের সাম্প্রতিক ছবি
নীলকে শেষ দেখা গিয়েছিল অ্যাকশন কমেডি 'হিসাব বারাবার'-এ। অশ্বিনী ধীর পরিচালিত এই ছবিতে আর মাধবনের সঙ্গে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন কীর্তি কুলহারি, রেশমি দেশাই এবং ফয়জল রশিদ। গল্পটি একজন রেলওয়ে টিকিট পরীক্ষককে নিয়ে, যিনি তাঁর অ্যাকাউন্টে সামান্য ২৮ টাকা গায়েব হওয়ার কারণ তদন্ত করতে গিয়ে, ফাঁস করে ফেলেন দেশদুড়ে চলতে থাকা বড় আর্থিক দুর্নিতীর।