তাঁরা শিল্পপতি। দেশের সবথেকে ধনী পরিবার। তবে তাতে কী! নীতা ও মুকেশ আম্বানি ব্যবসায়ী হওয়ার পাশাপাশি তাঁরা বাবা-মা আবার ঠাকুমা/দিদা-দাদুও বটে। আর পারিবারিক বন্ধন বেশ সুন্দর করে উপভোগ করতে জানেন নীতা ও মুকেশ আম্বানি। আর তাইতো ব্যাবসায়িক সাফল্যের পাশাপাশি, পারিবারিক জীবনও সুন্দরভাবে উপভোগ করছেন আম্বানিরা।
এবার তাই ঘটা করে বাড়ির ছেলের বিয়ে দিচ্ছেন আম্বানিরা। সেই অনুষ্ঠানে সামিল সিনেমা, ক্রিকেট থেকে শুরু করে রাজনৈতিক জগতের ব্যক্তিত্বরা। আবার এই সেলিব্রেশনের অংশ আম্বানি পরিবারের খুদেরাও। মুকেশ-নীতা আম্বানির ৪ নাতি-নাতনি, কষ্ণা ও আদিয়া (ইশা আম্বানির ছেলে-মেয়ে) পৃথ্বী ও বেদা (আকাশ আম্বানির ছেলে-মেয়ে)। অনন্ত আম্বানির বিয়ের আগে নাতি-নাতনিদের নিয়েই গাড়ি চড়ে লং ড্রাইভে বের হয়ে পড়লেন মুকেশ ও নীতা।
হ্যাঁ, ঠিকই শুনছেন। এমনটাই ঘটেছে। ঠিক যেমনটা আর পাঁচজন সাধারণ পরিবারে ঘটে। সোশ্যাল মিডিয়া উঠে এসেছে এমনই একটা ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, মুকেশ আম্বানি নিজে গাড়ি চালাচ্ছেন। আর তাঁর পাশে বসে রয়েছেন স্ত্রী নীতা আম্বানি। আর তাঁদের ঘিরে রয়েছে ছোট্ট পৃথ্বী, আদিয়া, কৃষ্ণা ও বেদা। ব্যাকগ্রাউন্ডে বাজছে 'চাক্কে মে চাক্কা, চাক্কে মে গাড়ি' গানটি। যেটা কিনা ১৯৬৮ সালের ‘ব্রহ্মচারী’ ছবির গান।
আসলে পুরোটাই আসলে অ্যানিমেটেড মিউজিক ভিডিয়ো। যদিও মানুষগুলো সত্যি। অর্থাৎ মুকেশ-নীতা সত্যিই তাঁদের নাতি-নাতনিদের নিয়ে ভিডিয়োটি শ্যুট করেছেন। গানের সঙ্গে লিপ দিতেও দেখা গিয়েছে মুকেশ আম্বানিকে। নীতা আম্বানিকেও মাঝে খুশি হয়ে বরের গালে হাত রেখে রোম্যান্টিক হতে দেখা যায়। আবার কখনও দুই দাদু-ঠাকুমা/দিদাকে নাতি-নাতনিদের আদর করতে দেখা যায়। চলুন দেখে নি সেই ভিডিয়ো…
আকাশ আম্বানি ও শ্লোকা মেহতার দুই সন্তান পৃথ্বী ও বেদা। আর ইশা আম্বানি ও আনন্দ পিরামলের যমজ সন্তান হল আদিয়া ও কৃষ্ণা। প্রসঙ্গত, সম্প্রতি ভোগ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে IVF (ইন-ভিট্রো ফার্টিলাইজেশন) মাধ্যমে যমজ সন্তানের মা হওয়ার বিষয়ে মুখ খুলেছেন। ইশা জানিয়েছেন, চিকিৎসক তাঁকে জানিয়ে দিয়েছেন যে তিনি মা হতে পারবেন না। অগত্যা IVF-এর সাহায্য নিয়েছিলেন ইশা। গোটা প্রক্রিয়াটি ভীষণ কঠিন যা তাঁকে ‘শারীরিকভাবে ক্লান্ত’ করে তুলেছিল বলে জানিয়েছেন ইশা।