ওমি আগরওয়ালকে খুনের দায়ে গ্রেফতার সিদ্ধার্থকে আদালতে তোলা হয়। জামিন পাওয়া প্রায় অসম্ভব। তবু হাল ছাড়তে নারাজ মিঠাই। গোপালকে নিয়ে সে শুনানিতে হাজির।
কী ভাবে মারা গেল ওমি? সিদ্ধার্থর বিরুদ্ধেই বা তাকে খুনের অভিযোগ উঠল কেন? এমনই একাধিক বিষয় নিয়ে তর্ক চলতে থাকে। নিজেদের বক্তব্য রাখে দুই পক্ষের আইনজীবী। মুশকিল আসান করে রাতুলের ফোনে রেকর্ড হওয়া একটি ভিডিয়ো। ওমি-সিদ্ধার্থকে হাতাহাতি করতে দেখা যায় সেখানে।
রাতুলের ফোনে ভুল করে রেকর্ড হওয়া সেই ভিডিয়োর সত্যতা নিরূপণের আদেশ দেয় আদালত। সিদ্ধার্থ জামিন পায়। এক সম্ভ্রান্ত পরিবারের সদস্য সে। শিক্ষিতও। এমন একজন মানুষ কখনই সমাজের ক্ষতি করতে পারে না। আদালতের এই রায়ের উপর ভিত্তি করেই জামিন পায় সিদ্ধার্থ।(আরও পড়ুন: জামিন পেয়ে বাড়ি ফিরবে সিদ্ধার্থ? জেনে নিন কী ঘটবে 'মিঠাই'-এর নতুন পর্বে)
সারা রাত জেগে জন্মাষ্টমীর প্রস্তুতি নিয়েছিল মিঠাই। সে জানত, তার গোপালই বাড়ি ফিরিয়ে আনবে উচ্ছেবাবুকে। তার বিশ্বাসেই ঘরের ছেলে ঘরে ফিরল।(আরও পড়ুন: খুনের দায়ে হাজতে সিদ্ধার্থ! কী করতে চলেছে মিঠাই? জেনে নিন নয়া পর্বের গল্প)