Mimi Chakraborty: ‘প্লিজ যেও না’, মন খারাপের মাঝেই ১০ কেজি ওজন বাড়ানোর পরামর্শ পেলেন মিমি
1 মিনিটে পড়ুন Updated: 25 Jan 2024, 03:01 PM ISTসম্প্রতি 'হইচই'-এর 'যাহা বলিব, সত্য বলিব'র হাত ধরে প্রথমবারের জন্য OTT-র দুনিয়ায় পা রেখেছেন মিমি চক্রবর্তী। তাঁর বিপরীতে ছিলেন টোটা রায়চৌধুরী। দুজনেই তাঁরা আইনজীবীর চরিত্রে। ইতিমধ্যেই মিমির এই চরিত্রটি নিয়ে আলোচনা চলেছে। আর তার আগে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘রক্তবীজ’ ছবিতে দেখা গিয়েছে মিমিকে।
মিমি চক্রবর্তী