২০২৪-এ বিয়ের পিঁড়িতে বসেছিলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। তিনি তাঁর দীর্ঘদিনের প্রেমিক, ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন। পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে সাত পাক ঘোরেন তাঁরা। অভিনেত্রী নিজের বিয়ের ছবি বা ভিডিয়োও তখন শেয়ার করেননি। একপ্রকার চুপিসারেই সেরেছিলেন বিয়ে। তবে এবার তাঁর স্বামী ম্যাথিয়াস তাঁদের আইনি বিয়ের ছবি স্যোশাল মিডিয়ায় ভাগ করে নিলেন।
গতবছর ২৩ মার্চ উদয়পুরে বসেছিল দম্পতির বিয়ের আসর। অনুষ্ঠানটি আইটিসি হোটেল, একয়া উদয়পুরের মেমেন্টোসে অনুষ্ঠিত হয়। আর ২০২৪-এর শেষ দিনে ম্যাথিয়াস বোয় তাপসী ও তাঁর আইনি বিয়ের ছবি ভাগ করে নেন। বছরের শেষ দিনে এই ছবি পোস্ট করে ব্যাডমিন্টন তারকা ক্যাপশনে লিখেছিলেন, ‘২০২৪ শেষ হতে চলেছে। আমার জন্য সত্যিই এটা একটা আনন্দময় বছর ছিল। আমার জীবনের সবচেয়ে ঘটনাবহুল বছরগুলির মধ্যে এটি একটি। এই বছরেই আমার প্রিয় বন্ধু আমার স্ত্রী হয়ে উঠেছে। আমার পরিবার বড় হয়েছে। আমি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। আপনার পরিবার এবং বন্ধুদের ভালোবাসায় এই বছরটা আরও শুভ হোক।’
আরও পড়ুন: বাগদানের ২ বছর পূর্তি, বিমান থেকে সোজা ঝাঁপ দিলেন সোনাক্ষী-জাহির! ভিডিয়ো দেখে অবাক নেটদুনিয়া
রাজস্থানের উদয়পুরে বসেছিল তাপসীর বিয়ের আসর। তাপসীর বিয়েতে বলিউডের তেমন কাউকে দেখা যায়নি। তবে অনুরাগ কাশ্যপ, পাভেল গুলাটি, কণিকা ধিলোরা যোগ দিয়েছিলেন।
প্রসঙ্গত, চুপিসারে তাপসী বিয়ে করেছেন কথায় অভিনেত্রীর বিরাট আপত্তি ছিল। এই প্রসঙ্গে হিন্দুস্তান টামসকে দেওয়া এক সাক্ষাৎকারে তাপসী বলেছিলেন, ‘বিয়েটা গোপন রাখা কখনই উদ্দেশ্য নয়’। তিনি জানিয়ে ছিলেন, ‘যারা সত্যিকারের আমার কাছের মানুষ, তারা উদযাপনের অংশ ছিল। আমি কখন এবং কীভাবে বিয়ে করতে চাই, আমার উদ্দেশ্য সম্পর্কে তাঁরা জানত’।
তিনি আরও বলেছিলেন, ‘আমি এটিকে একটি সর্বজনীন বিষয় করতে চাইনি, কারণ তখন আমি যেভাবে এটি করতে চাই, তা সত্যিই উপভোগ করার পরিবর্তে এটা কেমন দেখতে লাগবে, তা নিয়ে আমি চিন্তিত হয়ে পড়ব। বাইরে থেকে কেমন লাগছে তা নিয়ে ভাবতে শুরু করব। এগুলো নিয়ে আমি ভাবতেই চাইনি। বিশেষ করে এমন একটা জিনিস যা জীবনে একবারই ঘটছে’।
তিনি আরও বলেছিলেন যে, ‘ভবিষ্যতে, আমি যদি এটি সম্পর্কে (বিয়ের বিবরণ) ভাগ করে নিতে স্বাচ্ছন্দ্যবোধ করি তবে আমরা কীভাবে, কী এবং কখন প্রকাশ করব তা ভাবা যাবে’। অবশেষে ২০২৪-এর শেষে ম্যাথিয়াস এই কাজটি করলেন।