এই যুগের অন্যতম খ্যাতনামা গায়িকা হলেন লগ্নজিতা চক্রবর্তী। বসন্ত এসে গেছে দিয়ে যে নজর কেড়েছিলেন সবার, তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাঁকে। আধুনিক বাংলা গান থেকে, ছবির গান, রবীন্দ্র সঙ্গীত সবেতেই দারুণ ভাবে সাবলীল তিনি। অগুনতি ভক্ত তাঁর। সম্প্রতি তিনি নিজের নয়, বরং কথা বললেন গায়িকা উজ্জয়িনী মুখোপাধ্যায়কে নিয়ে কথা বললেন।
আরও পড়ুন: 'ধ্বংসাত্মক হয়েও ইতিবাচক হওয়া যায়', কনসার্টে ভক্তদের বকা দিয়ে কেন এমন বললেন রূপম?
আরও পড়ুন: ফের ইন্ডিয়ান আইডলের মঞ্চে বাংলা গান শুভজিতের, মন জিতলেন মহেশ ভাটের, জয়ের পূর্বাভাস বাদশার
কী ঘটেছে?
লগ্নজিতা এদিন তাঁর পোস্টে জানান কোথাও তিনি, ইমন চক্রবর্তী, সোমলতা আচার্য, উজ্জয়িনী মুখোপাধ্যায় যদি এক জায়গায় শো করতে যান, তাহলে তাঁদের সাক্ষাৎকার নেওয়া হলেও উপেক্ষিত থেকে যান প্রাক্তন সারেগামাপা বিজয়ী। কিন্তু কেন এমনটা হবে, সেটা নিয়ে প্রশ্ন তোলেন বসন্ত এসে গেছে -র গায়িকা।
লগ্নজিতা এদিন তাঁর পোস্টে লেখেন, ' জানি এই পোস্টটা নিয়ে অনেকেই ক্ষুণ্ন হবেন, তাও না বলে পারছি না। এটা আমি গত ১০ বছর ধরে খেয়াল করছি। কিন্তু বলতে পারিনি। এখন যেহেতু ১০ বছর হয়ে গিয়েছে, তাই একটু বলার সাহস পাচ্ছি। আমি এই শেষ ১০ বছরে খেয়াল করেছি যেখানেই আমরা গান গাইতে যাই বা কিছু সবসময়ই আমার, ইমনের এবং সোমলতা দির সাক্ষাৎকার নেওয়া হয়। আমাদের কভার করা হয়। ইত্যাদি। তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। কিন্তু আমরা অদ্ভুত ভাবে একজনকে সবসময় বাদ দিয়ে দিই, জানি না কেন! যদিও সে আমার থেকে অন্তত অনেক অনেক ভালো একজন গায়িকা। তাঁর নাম উজ্জয়িনী দি। আপনারা উজ্জয়িনী দির গান শোনেননি এটা আমি বিশ্বাস করি না। কিন্তু মন দিয়ে শোনেননি বোধহয়। শুনলে বুঝতে পারতেন। আমার ছবি যদি বের করা যায়, আমায় যদি কভার করা যায় তাহলে উজ্জয়িনী দির আরও আরও ছবি বেরোনো উচিত। কারণ উনি আমার থেকে অনেক ভালো।'
লগ্নজিতার এই পোস্ট দেখে মুগ্ধ হয়েছেন তাঁর অনুরাগীরা। কেবল অনুরাগীরা নন, তাঁর এই আচরণে মুগ্ধ আপামর নেটপাড়া। প্রসঙ্গত কিছুদিন আগেই সলিল চৌধুরীর ১০০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সৌরেন্দ্র সৌম্যজিৎ আয়োজিত কনসার্টে লগ্নজিতা চক্রবর্তী, ইমন চক্রবর্তী, সোমলতা আচার্যর সঙ্গে উজ্জয়িনী মুখোপাধ্যায়ও পারফর্ম করেছেন।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'এটাই একজন প্রকৃত শিল্পীর পরিচয়।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'আজকের এই কম্পিটিশনের যুগে আপনি সত্যিই একজন প্রকৃত মানুষ, শিল্পী। কুইন।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'একজন শিল্পী হয়ে অন্য আরেকজন শিল্পীকে এতটা শ্রদ্ধা জানালেন, খুব ভালো লাগল। আসলেই উজ্জয়িনী দি দারুণ গান করেন।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'আপনি শুধু ভালো শিল্পী নন, খুব ভালো মনের মানুষও।' পছন্দ ব্যক্তি লেখেন, 'সহশিল্পীর প্রতি এই সহমর্মিতা, এই পাশে থাকা সত্যিই প্রশংসনীয়।'