সদ্যই এক বছর পূর্ণ হল কথা ধারাবাহিকের। আর তারপরই গল্পের প্লটে বড়সড় বদল আসতে চলেছে। এতদিন নায়ক নায়িকার বন্ধুত্ব, খুনসুটি, ঝগড়া, পূর্বরাগ দেখেছেন দর্শকরা। মনে ধরেছে দুজনের জুটিও। কিন্তু নায়ক তাঁর মনের কথা টের পায়নি। কিন্তু যখন কথা মৃত্যুশয্যায় তখনই ভালোবাসার অনুভূতি বুঝতে পারল এভি। এবার?
আরও পড়ুন: 'ঘৃণা ছড়াবেন না', নিজের শোতে ডেকে অ্যাটলিকে 'রেসিস্ট' মন্তব্য করেছেন, অভিযোগ উঠতেই জবাব দিলেন কপিল!
কথা ধারাবাহিকের নতুন প্রোমো
কথা ধারাবাহিকের যে নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় অচৈতন্য হয়ে শুয়ে কথা। তাঁর শ্বশুর বাড়ির সবাই মিলে তাঁর জন্য প্রার্থনা করছে। এমন অবস্থায় দেবীর থেকে আশীর্বাদী ফুল নিয়ে হাসপাতাল ছুটে যায় এভি। সেখানে গিয়ে সে কথাকে বলতে থাকে, 'চোখ খোল কথা। তোর জন্য মায়ের আশীর্বাদী ফুল এনেছি। তুই কথা বলবি বল?' কিন্তু কথা সাড়া দেওয়া তো দূর, চোখ মেলে তাকানোর বদলে তাঁর হার্টবিট বন্ধ হয়ে যায়। এটা দেখেই পাগল হয়ে যায় এভি। চিৎকার করে বলে ওঠে মনে কথা। জানায় সে কথাকে ভালোবাসে। কিন্তু পাচক মশায়ের মনের এই কথা কি নায়িকা আদৌ শুনতে পারবে? জেগে উঠবে? নাকি সত্যিই মারা গেল সে? এই সমস্ত উত্তর আগামী দিনেই পাওয়া যাবে। কিন্তু আপাতত গল্প যে একটা টানটান পর্যায়ে দাঁড়িয়ে আছে সেটা বলার অপেক্ষা রাখে না।
কথা ধারাবাহিক প্রসঙ্গে
কথা ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় প্রতি দিন সন্ধ্যা ৭ টা নাগাদ সম্প্রচারিত হয়। মুখ্য ভূমিকায় আছেন সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে। এই ধারাবাহিকের হাত ধরে বহু বছর পর ছোট পর্দায় ফিরলেন সাহেব।
কে কী বলছেন প্রোমো দেখে?
এক ব্যক্তি লেখেন, 'অবশেষে মনের ইচ্ছে পূরণ হতে চলেছে।' আরেকজন লেখেন, 'এক বছর পর অবশেষে। কতবার যে প্রোমোটা দেখলাম।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'এটারই অপেক্ষায় ছিলাম এতদিন। উফ! দারুণ আনন্দ হচ্ছে।'