বাংলা নিউজ > বায়োস্কোপ > Kiara-Sidharth: ভরপুর অ্যাকশন সাসপেন্সে ভরা ইন্ডিয়ান পুলিশ ফোর্সের ট্রেলার, সিদ্ধার্থের কাজে মুগ্ধ কিয়ারা কী লিখলেন?
Kiara-Sidharth: ভরপুর অ্যাকশন সাসপেন্সে ভরা ইন্ডিয়ান পুলিশ ফোর্সের ট্রেলার, সিদ্ধার্থের কাজে মুগ্ধ কিয়ারা কী লিখলেন?
1 মিনিটে পড়ুন Updated: 17 Dec 2023, 08:02 PM ISTSubhasmita Kanji
Kiara-Sidharth: মুক্তি পেতে চলেছে সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ইন্ডিয়ান পুলিশ ফোর্স। বরের সেই অভিনয় দেখে কী বললেন কিয়ারা?
ইন্ডিয়ান পুলিশ ফোর্সের টিজারকে 'আগুন' বললেন কিয়ারা
বড় পর্দার পর এবার ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা। তাঁকে আগামীতে রোহিত শেট্টির ইন্ডিয়ান পুলিশ ফোর্স সিরিজে দেখা যাবে। শনিবার, ১৬ ডিসেম্বর প্রকাশ্যে এসেছে এই সিরিজের টিজার। ইন্ডিয়ান পুলিশ ফোর্সের টিজার প্রকাশ্যে আসার পরই এটি দর্শকদের থেকে দারুণ সাড়া পেয়েছে। বরের হয়ে গলা ফাটাতে ভোলেননি কিয়ারা আডবানি। কী লিখলেন তিনি সিদ্ধার্থের প্রসংশা করে?
সিদ্ধার্থের হয়ে গলা ফাটালেন কিয়ারা
ইনস্টাগ্রাম স্টোরিতে ইন্ডিয়ান পুলিশ ফোর্সের টিজার পোস্ট করেন সিদ্ধার্থ পত্নী কিয়ারা। সেটার সঙ্গে তিনি একটি আগুনের ইমোজিও পোস্ট করেন। তিনি এই সিরিজের টিজার পোস্ট করে একই সঙ্গে লেখেন, 'অপেক্ষা করতে পারছি না আর।'
ইন্ডিয়ান পুলিশ ফোর্সের টিজারে উঠে এসেছে দিল্লির বিভিন্ন অংশের চিত্র, নেপথ্যে বাজতে থাকে বোমার টিকটিক শব্দ। পরিশেষে ফাটতে দেখা যায় সেই বোমাটা। এছাড়া দেখা যায় সিদ্ধার্থ মালহোত্রা, বিবেক ওবেরয় এবং শিল্পা শেট্টি কুন্দ্রাকে। তাঁরা কীভাবে শহরকে এই বিপদের হাত থেকে বাঁচায় সেটাই এই গল্পের মূল অংশ।
রোহিত শেট্টি পরিচালিত এই ওয়েব সিরিজ আদতে একটি সাত পর্বের ওয়েব সিরিজ। এখানে পুলিশদের শ্রদ্ধা জানানো হয়েছে যাঁরা নিঃস্বার্থ ভাবে দেশের জন্য কাজ করে চলেছে। যাঁদের জন্য নাগরিকরা নিরাপদে থাকতে পারেন। সিদ্ধার্থ মালহোত্রা জানিয়েছেন তিনি গর্বিত আবারও খাকি উর্দি পরতে পেরে।