বাবার সঙ্গে চরিত্রগত ভাবে দারুণ মিল করিনার দুই ছেলেরই! সম্প্রতি এমনটাই জানালেন অভিনেত্রী। তবে তৈমুরের থেকে জেহর মিল বেশি, সে যেন একেবারেই বাবার জেরক্স কপি। সইফ আলি খানের মতোই দারুণ দুষ্টু করিনার ছোট ছেলেটি। তুলনায় তৈমুর অনেক বেশি শান্ত আর গম্ভীর, দাবি তার মায়ের।
কে বেশি দুষ্টু জেহ নাকি তৈমুর? কী বললেন করিনা?
করিনা কাপুর এবং সইফ আলি খানের বড় ছেলে তৈমুর যখন জন্মায় তখন তাঁকে নিয়ে দারুণ উন্মাদনা তৈরি হয়েছিল। এখনও মাঝে মধ্যেই তাঁদের দুই ছেলেকে সঙ্গে নিয়ে পাপারাৎজ্জিদের ক্যামেরায় ফ্রেমবন্দি হতে দেখা যায়। কিন্তু এই তারকা জুটির দুই ছেলের মধ্যে কে বেশি দুষ্টু আর কেই বা শান্ত, সেটাই এদিন প্রকাশ্যে আনলেন করিনা। জানালেন সইফ আলি খানের মতো দারুণ বিচ্ছু জেহ। বাবার সব দুষ্টুমির গুণ তার মধ্যে আছে। অন্যদিকে তৈমুর খানিক শান্ত।
আরও পড়ুন: ভোটের ময়দানে হাড্ডাহাড্ডি লড়াই, প্রচারের ফাঁকে দেখা হতেই সৃজনকে কী জিজ্ঞেস করলেন সায়নী?
আজকাল অধিকাংশ তারকারাই তাঁদের সন্তানকে পাপারাৎজ্জিদের নজর থেকে দূরে রাখেন। এমনকি নিজেদের সোশ্যাল মিডিয়াতেও সন্তানদের ছবি পোস্ট করেন না। তবে সকলের মধ্যে একমাত্র ব্যতিক্রম করিনা এবং সইফ। যদিও তিনি জানিয়েছেন বারবার এভাবে তাঁদের ফ্রেমবন্দি করা হলে বিরক্ত হন।
ছেলেদের নিয়ে কী বললেন করিনা?
ফিল্মি শিল্মিকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন সইফের সঙ্গে তাঁদের দুই ছেলের দারুণ মিল। যদিও জেহকে তার মায়ের মতোই দেখতে। কিন্তু চরিত্রের দিক দিয়ে সে নাকি একেবারেই তার বাবার মতো। তৈমুর নাকি দারুণ মজার কথা বলে। তবে সে জেহর তুলনায় শান্ত এবং গম্ভীর।
করিনা কাপুর এবং সইফ আলি খানের সংসার
সইফ আলি খান এবং করিনা কাপুর খান ২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাঁদের দুটি ছেলে আছে। তৈমুর ২০১৬ সালে জন্মগ্রহণ করেছে। অন্যদিকে ছোট ছেলে জেহ ২০২১ সালে জন্মেছে। সদ্যই তার জন্মদিন গেল।
আরও পড়ুন: মাছের বাজারে দরদামে ব্যস্ত মিঠুন, প্রকাশ্যে রাজ চক্রবর্তীর নতুন ছবির শ্যুটিংয়ের BTS দৃশ্য
আরও পড়ুন: কোনও টাকা ছাড়াই শো বা সিনেমা করতে রাজি অঙ্কিতা! বললেন, 'অর্থ মূল লক্ষ্য না, আমি চাই...'