কঙ্গনা রানাওয়াত বরাবরই স্পষ্টবক্তা। তাঁর যখন যেটা মনে হয়, রাখঢাক ছাড়াই বলে দেন। এদিনও তার অন্যথা হল না। এক সময় যে বলিউড তাঁর রুটিরুজি জুগিয়েছে সেই বলিউড কেন দক্ষিণী ছবির থেকে পিছিয়ে পড়ছে সেটাই এদিন বুঝিয়ে দিলেন মান্ডির সাংসদ।
দক্ষিণী ছবির সঙ্গে বলিউডের তুলনা টেনে কী বললেন কঙ্গনা?
কঙ্গনা রানাওয়াত এদিন জানান বলিউডের থেকে যে মানুষ মুখ ফেরাচ্ছে তার কারণ ছবিগুলোর সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। তাই বক্স অফিসে দক্ষিণী ছবিগুলো ভালো ব্যবসা করছে। এদিন এজেন্ডা আজতকের একটি সেশনে কঙ্গনাকে জিজ্ঞেস করা হয় যে আল্লু অর্জুনের পুষ্পা ২ এত সফল হল কেন? বক্স অফিসে এত ব্যবসা করছে কেন যেখানে বলিউডের ছবিগুলোর প্রায় হাঁড়ির হাল অবস্থা। এই বিষয়ে কঙ্গনা জানান, 'আমার প্রথমত মনে হয় না বলিউড বা হিন্দি ছবি মেনস্ট্রিম ছবি হওয়ার ঠেকা নিয়ে রেখেছে। ওরা কোনও ভাবেই মেনস্ট্রিম নয়। কোনও স্ট্যান্ডার্ডে নয়। তাছাড়া বলিউডের লোকজন কূপমন্ডুক। আমার মনে হয় ওদের ওটাই প্রধান সমস্যা। এরা সেই কুয়ো থেকে বেরোতে চায় না। ওরা চায় ওরা জিমে যাবে, প্রোটিন শেক খান, ইনজেকশন নেবে। ওদের বাস্তবের সঙ্গে কোনও যোগাযোগ নেই।'
পুষ্পা ২ এত সফল তার প্রধান কারণ হিসেবে কঙ্গনা মনে করেছেন সেই ছবিতে আল্লু অর্জুন সাধারণ এক দিন আনি, দিন খাই মানুষের মতো অভিনয় করেছেন যার সঙ্গে মানুষ মেলাতে পেরেছে। কঙ্গনা এদিন আরও জানান বলিউডের কাউকে এই চরিত্র দিলে তাঁরা সেটা কেউ করতে চাইতেন না।
কঙ্গনা এই বিষয়ে জানান, 'এঁদের খালি সিক্স প্যাক অ্যাব চাই, হট মেয়ে চাই, বাইক, আইটেম নম্বর, ব্যাস যথেষ্ট। আমার মনে হয় ওদের একটা রিয়েলিটি চেক হওয়া প্রয়োজন।'
আরও পড়ুন: টলিউড নিয়ে অভিমানী রাজ! কেন বললেন, 'আমায় সাপোর্ট করার কেউ নেই'?
কঙ্গনার আগামী কাজ
প্রসঙ্গত আগামীতে কঙ্গনা রানাওয়াতকে একটি হিন্দি ছবিতেই দেখা যাবে। তাঁর আগামী ছবি ইমারজেন্সি। অনেক জটিলতা কাটিয়ে সেই ছবিটি ২০২৫ সালের ১৭ জানুয়ারি মুক্তি পাবে। এখানে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা।