একদিকে যখন ভারত-নিউজিল্যান্ড ম্যাচ চলছে, ঠিক তখনই ঘরোয়া ক্রিকেটে ম্যাচ জমালেন তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক। কলকাতার রাস্তাতেই জমে উঠেছিল গলি ক্রিকেট। খেলা চলছিল সংঘশ্রী একাদশ বনাম কালীঘাট থানা একাদশের। সংঘশ্রী আয়োজিত এটি ছিল একটি প্রদর্শনী ম্যাচ। আর তাতেই অংশ নিয়েছিলেন অভিনেতা বিধায়ন কাঞ্চন মল্লিক।
রবিবার সন্ধ্যেয় জমে উঠেছিল সেই খেলা। যার কিছু মুহূর্ত উঠে এসেছে কাঞ্চন মল্লিকের সোশ্যাল মিডিয়ায়। কালো প্যান্ট আর নীল-বেগুনি জার্সি, এটাই ছিল বিধায়কের টিমের পোশাক। কাঞ্চন যদিও জিন্সের উপরই টিমের টি-শার্ট গলিয়ে নিয়েছিলেন। ছুটে এসে বল করতেও দেখা যায় অভিনেতাকে। খেলা শেষে তাঁকে বক্তব্য রাখতেও দেখা যায়। আবার কাঞ্চনের বিপরীত টিমকে নীল কলার দেওয়া সাদা জার্সিতে দেখা গেল। বিধায়ক-অভিনেতার পোস্ট দেখে মনে হচ্ছে, খেলা জিতেছে সাদা জার্সির টিমই। অর্থাৎ কাঞ্চনের টিম পরাজিত। যদিও কোন জার্সিটি ঠিক কোন টিমের তা ছবিতে ঠিক স্পষ্ট নয়।
তবে সৌজন্যের এই খেলায় বেশ খুশি হয়েই জয়ী টিম ক্যাপ্টেনের গলায় উত্তরীয় পরিয়ে দিতে, ট্রফি তুলে দিতেও দেখা গেল কাঞ্চন মল্লিককেই।