বলিউডের ‘বিন্দাস' কন্যে তিনি। মনের কথা ঠোঁটে আনতে দু-বার ভাবেন না কাজল। দেখতে দেখতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৩৫ বছর পার করে ফেলেছেন কাজল। এই লম্বা সফরে বলিউডের অনেক বদলের সাক্ষী থেকেছেন ‘বাজিগর’ গার্ল। আচমকাই সোশ্যাল মিডিয়ায় রোষের শিকার ‘কুছ কুছ হোতা হ্যায়’ খ্যাত নায়িকা। রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে বেফাঁস মন্তব্য করে কটাক্ষের শিকার কাজল। 'অশিক্ষিত নেতারা দেশ চালাচ্ছে', এ কথা বলায় কাজলের উপর রেগে কাঁই ভক্তরা। লাগাতার ট্রোল হওয়ার পর অবেশেষে সাফাই বিবৃতি এল অজয় ঘরণীর তরফে। কিন্তু সোজাসুজি ক্ষমা চাননি ‘দ্য ট্রায়াল’ অভিনেত্রী। আরও পড়ুন-চাদরের পিছনে পোশাক বদল, ঝক্কি সামলাত নায়িকারা! কাজল বলছেন, ‘ভ্যাগিস এখন ভ্যানিটি ভ্যান আছে’