সদ্যই মহাকুম্ভের পথে পাড়ি দিয়েছিলেন ইমন চক্রবর্তী। ছবি পোস্ট করে জানিয়েছিলেন সেখানে তিনি পারফর্ম করবেন। সঙ্গে থাকবেন তাঁর স্বামী, তথা মিউজিশিয়ান নীলাঞ্জন ঘোষ। এদিন তিনি মহাকুম্ভে তাঁর পারফরমেন্সের সেই অভিজ্ঞতার ঝলক ভাগ করে নিলেন সকলের সঙ্গে।
আরও পড়ুন: ওয়ার ২ মুক্তি পাওয়ার আগেই প্রকাশ্যে কবীর-টাইগারের ক্রসওভার! নেটপাড়ার বলছে, ‘পাঠান কোথায়?’
কী ঘটেছে?
কিছুদিন আগেই ইমন চক্রবর্তী তাঁর এবং নীলাঞ্জনের একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে তাঁরা বিমানে বসে আছেন। সেই ছবির ক্যাপশনেই গায়িকা জানান, 'যাই একটু কুম্ভ মেলায় গান শুনিয়ে আসি।' এরপর তাঁকে মহাকুম্ভে পৌঁছে ত্রিবেণী সঙ্গমে ডুব দিতেও দেখা যায়। পুণ্যস্নানের ছবি পোস্ট করেন। তারপর এদিন তাঁর পারফরমেন্সের কিছু ঝলক প্রকাশ্যে আনলেন।
এদিন ইমন চক্রবর্তী যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তাঁর পরনে লাল রঙের শাড়ি এবং সাদা ফুলস্লিভ ব্লাউজ। হালকা সাজেই দেখা গেল তাঁকে। অন্যান্য সমস্ত অনুষ্ঠানের মতোই এদিন তিনি মঞ্চে ঘুরে ঘুরেই পারফর্ম করেন। তাঁর সঙ্গে মঞ্চে তাঁর গোটা টিমকে দেখা যায়। সেখানে ছিলেন তাঁর স্বামী নীলাঞ্জন ঘোষও।
এই ছবিগুলো পোস্ট করে এদিন ইমন লেখেন, 'পুণ্য তাল, আধ্যাত্মিক সুর। যেখানে সঙ্গীত মিশে যায় আধ্যাত্মিকতার সঙ্গে। মহাকুম্ভ ২০২৫।' তিনি এদিন ভারত সরকারকেও এই পোস্টে ট্যাগ করেন। প্রসঙ্গত মহাকুম্ভে এদিন ইমন চক্রবর্তী আইগিরি নন্দিনী থেকে শুরু করে একাধিক ঈশ্বরের গান শোনান।
তবে বাংলা থেকে যে খালি ইমন চক্রবর্তীই গেছেন এমনটা নয়। ছিলেন সৌরেন্দ্র সৌম্যজিৎ জুটিও। ইমন চক্রবর্তী নিজেই তাঁদের সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন মহাকুম্ভে গিয়েই।
আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে শতরান কোহলির! বর সেঞ্চুরি হাঁকাতেই ভাইরাল অনুষ্কার 'বিরাট' প্রতিক্রিয়া
প্রসঙ্গত আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মহাকুম্ভ। মহাশিবরাত্রির দিন শেষ হবে এই পুণ্যস্নান। ১৪৪ বছর পর এই বছর আবারও প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ। লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই সেখানে ভিড় জমিয়েছেন, ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেছেন। সদ্যই সেখানে স্নান সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া একাধিক নেতা, মন্ত্রী, তারকা, ব্যবসায়ীকেও মহকুম্ভে ডুব দিতে দেখা গিয়েছে।