একসময় দেব-কোয়েলের ছবি ছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুপারহিট। যার মধ্যে ২০১১ সালে 'পাগলু' ও ২০১২ সালে 'পাগলু-২' ছিল ব্লকবাস্টার। তবে বহুদিন হল আর একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। বহু অনুরাগীই তাই দেব-কোয়েলকে একসঙ্গে দেখতে চান। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে এল টলিপাড়ার কোনও এক পার্টিতে দেব-কোয়েলের একসঙ্গে নাচের একটুকরো ভিডিয়ো।
টলিউড অনলাইনের ইনস্টাগ্রামে উঠে আসা ভিডিয়োতে কোনও পার্টিতে 'পাগলু, থোড়াসা করলে রোম্যান্স' গানে দেব ও কেয়েলকে নাচতে দেখা যাচ্ছে। কোয়েলের ঠিক পাশেই নাচছিলেন পিয়া সেনগুপ্ত। তাঁদের সঙ্গেই নাচলেন প্রসেনজিৎ পুত্র তৃষাণজিৎ ও অর্পিতা চট্টোপাধ্যায়। দেখা মিলল প্রযোজক রানা সরকারেরও। এক ঝলক দেখা মিলল প্রসেনজিতের ম্যানেজার ঐন্দ্রিলা সেন ওরফে মোহরকেও। ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশানে জিগ্গেস করা হয়েছে, 'দেব ও কোয়েলকে মিস করো?' যদিও ভিডিয়োটি throwback বলেই পোস্ট করা হয়েছে।
দেব ও কোয়েলের এই ভিডিয়োর নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একজন লিখেছেন, ‘জুটি সেরা ছিল ,আছে আর থাকবে!! দেব এর সাথে কোয়েল কেই মানাতো।’ আরেকজন লিখেছেন, ‘ওদের নিয়ে এখন কোনও মুভি হয় না ...এই জুটিকে আবর দেখে চাই প্লিজ কামব্যাক মুভি তো বান্তা হ্যায়’। কারোর মন্তব্য, ‘ওদেরকে ভীষণভাবে মিস করছি।' এমনই অসংখ্য মন্তব্য উঠে এসেছে।
এদিকে কাজের ক্ষেত্রে শেষবার 'প্রধান' ছবিতে দেখা মিলেছে দেবের। চলতি বছরে পুজোয় মুক্তি পেতে চলেছে দেবের 'টেক্কা'। তাঁর ‘রঘু ডাকাত’ ছবিটিও এই বছরেই মুক্তি পাওয়ার কথা। অন্যদিকে গত বছর 'জঙ্গলে মিতিন মাসি' ছবিতে দেখা মিলেছিল কোয়েলের। তবে চলতি বছরে সায়ন্তন ঘোষালের 'সোনার কেল্লায় যকের ধন' ছবিতে দেখা মিলবে কোয়েলের।
এদিকে আবার রাজনৈতিক কেরিয়ারে দেব চলতি বছরে আরও একবার ঘাটল থেকে নির্বাচনে জিতে সাংসদ নির্বাচিত হয়েছেন।