মন দিয়ে সেতার বাজাচ্ছেন সিঙ্গাপুরের ডেপুটি প্রধানমন্ত্রী লরেন্স ওয়ং। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে তাঁর এক্সের প্রোফাইলে। সেটা রিটুইট করে তারিফ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি যেভাবে মন দিয়ে সেতার বাজানো শিখছেন এই বয়সে এসে সেটা ভালো লেগেছে মোদীর। ভারতীয় এই বাদ্যযন্ত্র বাজানো নিয়ে উৎসাহ দেন তাঁকে। এমনকি শুভেচ্ছা জানান এই বিষয়ে।
এদিন লরেন্স ওয়ং তাঁর এক্সের প্রোফাইলে একটি ভিডিয়ো পোস্ট করেন। দিওয়ালির দিন তিনি এই ভিডিয়ো পোস্ট করেছিলেন। তিনি এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'সেতারের এই দুর্দান্ত সুরের সঙ্গে চট করে মোলাকাত সেরে নিচ্ছি। কার্থিজ্ঞান আমাকে সেতার বাজানোর যে বেসিক টেকনিক আছে সেগুলো শিখিয়ে দিচ্ছে। দারুণ লাগছে এই অভিজ্ঞতাটা করে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এই বিষয়টা শিখতে পেরেও আমি অভিভূত।' প্রসঙ্গত তাঁর পোস্ট থেকেই স্পষ্ট তিনি একজন ভারতীয় বংশোদ্ভূতের থেকেই সেতার বাজানো শিখছেন বর্তমানে।
আরও পড়ুন: 'অনেক স্মৃতি ফিরে এল', ধ্বনি ভানুশালির কণ্ঠে তাঁর লেখা পুরনো গান শুনে স্মৃতির সাগরে ভাসলেন মোদী
আরও পড়ুন: গ্র্যামির মঞ্চেও মোদী ম্যাজিক! প্রধানমন্ত্রীর লেখা গান সামিল সেরার দৌড়ে
তাঁর এই পোস্ট রিটুইট করেছেন নরেন্দ্র মোদী। তিনি লরেন্স ওয়ংয়ের এই পোস্ট শেয়ার করে লেখেন, 'সেতারের প্রতি আপনার এই আগ্রহ যেন আরও বাড়ে এবং অন্যদের উৎসাহিত করে। অনেক শুভেচ্ছা আপনার এই সুরেলা প্রচেষ্টার জন্য। ভারতীয় সঙ্গীত মানেই বিভিন্নতা একসুরে বেজে চলা। এক রিদিমে সবটা অনুরণিত হওয়া যা বহু বহু বছর ধরে চলে আসছে।'