সপ্তাহন্তে শনি-রবিবার মানেই এই মুহূর্তে চর্চার বিষয়বস্তু হয়ে ওঠে ‘ডান্স বাংলা ডান্স’। এই মুহূর্তে জমে উঠেছে এই রিয়েলিটি শোয়ের মঞ্চ। আর এই সপ্তাহে এই শোয়ের অন্যতম আকর্ষণ হলেন কাঞ্চন মল্লিক। প্রতিযোগীদের সঙ্গে জমিয়ে নাচতে দেখা যাবে তাঁকে, কিন্তু সেটাও আবার স্কার্ট পরে!
হ্যাঁ, ঠিকই শুনছেন। আর তারই ঝলক উঠে এসেছে চ্যানেল কর্তৃপক্ষের পোস্ট করা শোয়ের প্রমোতে। ‘ডান্স বাংলা ডান্স’-এর বিশেষ পর্বে অদ্ভুত পোশাকে নাচতে দেখা যায় কাঞ্চনকে। তাঁর পরনে ছিল কমলা পাড় বসানো অফ হোয়াইট রঙের স্কার্ট। ওপরে ছিল সাদা শার্ট আর ব্লেজার, পায়ে ছিল সাদা স্নিকার্স। আর গলায় ঝুলিয়ে নিয়েছিলেন একখানা রেডিও। আর এই পোশাকেই বলিউডের ‘স্ত্রী-২’ ছবির 'লেকে আয়া ভি ম্যয় ঘর সে সাজাই নেহি গানে নাচতে দেখা যায়।
আবার এই নাচে কাঞ্চনের সঙ্গে যোগ দেন শোয়ের বিচারক কৌশানি মুখোপাধ্যায়। কাঞ্চনের স্কার্ট মুখে করে টেনে তাঁর সঙ্গে নাচেন কৌশানিও।
আরও পড়ুন-বল বিরাটের হেলমেটে আঘাত করতেই আঁতকে ওঠেন, ভয় পেয়ে ঠিক কী করলেন অনুষ্কা শর্মা?