বলিউড অভিনেতা ভিকি কৌশলের ছবি 'ব্যাড নিউজ' সম্প্রতি মুক্তি পেয়েছে। ছবিটি ইতিমধ্যেই ১০০ কোটির ক্লাবে প্রবেশে করেছেন। এরপর আসছে ভিকির নতুন ছবি 'ছাবা'। এই ছবির মধ্যে দিয়ে মারাঠা সাম্রাজ্যের গল্প বলা হবে। ছবিতে সেই সময়কে তুলে ধরা হবে। সোমবার ছবিটির পোস্টার শেয়ার করেছেন অভিনেতা।
তিনি তাঁর ইনস্টাগ্রামে একটি ওভারহেড শটের একটি ছবি শেয়ার করেছেন। সেখানে ছবিতে তাঁর লুক প্রকাশ্যর এসেছে। এই ছবিতে তাঁকে এক যোদ্ধার চরিত্রে দেখা যাবে। এখানে তাঁকে একাকী যোদ্ধা হিসেবে দেখানো হবে, যার দুই হাতে তলোয়াল। তা নিয়ে সে শত্রু সেনাবাহিনীর সঙ্গে লড়াই করবে। তাঁর শেয়ার করা পোস্টারে দেখানো হয়েছে যে সোমবার ছবিটির টিজার প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন: ম্যাথিউ পেরির মৃত্যু তদন্তে নয়া মোড়! এক চিকিৎসক-সহ ৫ জনকে গ্রেফতার করা হল
পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে ভিকি লেখেন, 'অটুট, অজেয়। একটি সাম্রাজ্যকে রক্ষা করার সাহস 'ছাবা'। আজ ছবির টিজার মুক্তি পাবে। ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৬ ডিসেম্বর।'
লক্ষ্মণ উতেকার পরিচালিত 'ছাবা' ভারতীয় যোদ্ধা-রাজা ছত্রপতি শিবাজীর পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে নির্মিত। ছবিটিতে ভিকি কৌশল ছাড়াও রয়েছেন অক্ষয় খান্না, আশুতোষ রানা এবং দিব্যা দত্ত। এছাড়া সম্ভাজি মহারাজের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে রশ্মিকা মান্দান্নাকে।
আরও পড়ুন: 'কল মি বে' মুক্তির আগে করণের কাছে এ কোন আবদার করলেন অনন্যা!
'ছাবা'-এর প্রথম লুক প্রকাশ্যে এসেছিল 'স্ত্রী ২'-এর সঙ্গে। বর্তমানে বক্স-অফিসে রমরমিয়ে চলছে 'স্ত্রী ২'। 'ছাবা'-এর ফিল্মের ফার্স্ট লুকে দেখানো হয়েছিল ভিকি একটি দুর্গের ভিতরে শত্রুদের বিরুদ্ধে লড়াই করছেন। 'দুর্গ ধরে রাখার' চেষ্টায় ব্যস্ত।
তবে এই ছবিটি ছাড়াও ৬ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আল্লু অর্জুন-অভিনীত 'পুষ্প ২: দ্য রুল'। ফলে এই ছবির সঙ্গে যে একটা সংঘর্ষ হবে তা বলাই বাহুল্য। 'স্যাম বাহাদুর'-এর পর এটি ভিকির দ্বিতীয় বড় সংঘর্ষ হতে চলেছে। 'স্যাম বাহাদুর'-এর সময় রণবীর কাপুর-অভিনীত 'অ্যানিমাল' মুক্তি পেয়েছিল।
আরও পড়ুন: ভিকিকে 'তৌবা তৌবা' গানে নাচতে দেখে ক্ষেপে লাল স্যাম মানেকশের মেয়ে
প্রসঙ্গত, 'ব্যাড নিউজ'-এ ভিকি ছাড়াও ছিলেন তৃপ্তি দিমরি এবং অ্যামি ভির্ক। ইন্ডাস্ট্রি ট্র্যাকার সাকনিল্কের মতে এই ছবি বিশ্বব্যাপী ভারতীয় মুদ্রায় ১১৩ কোটি টাকা সংগ্রহ করেছে৷