সিনেমা থেকে সিরিজ, টলিপাড়ার বেশ পরিচিত মুখ জ্যামি বন্দ্যোপাধ্যায়। জি ফাইভ-এর 'লালবাজার' ওয়েব সিরিজে নজর কেড়েছিলেন, আবার অঙ্কুশ-এর মির্জা-তে বৃহন্নলার চরিত্রে বেশ চমকে দিয়েছেন জ্যামি। এবার তিনি হিন্দি ছবির দুনিয়ায় পা রাখতে চলেছেন। ছবির নাম ‘জাযা’। প্রাঞ্জল চক্রবর্তীর হিন্দি থ্রিলার দেখা যাবে বাংলার জ্যামিকে। তাঁর চরিত্রকে কেন্দ্র করেই এগোবে ছবির গল্প।
‘জাযা’ হল একটা আরবি শব্দ। যার অর্থ 'প্রতিশোধ' বা 'বদলা' অর্থাৎ ছবির গল্পও সেভাবেই এগোবে বলে অনুমান করা যায়। কেমন এই গল্প?
সিনেমার গল্পে শঙ্কর শর্মা রোজ সকালে উঠে বাড়ি থেকে বেরিয়ে অবিনাশ নামে এক ব্যক্তিকে অনুসরণ করে, পরে বাড়ি ফিরে সে নিজের ল্যাপটপ নিয়ে বসে পড়ে। এই অবিনাশ একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। যিনি থাকেন শহরের উচ্চবিত্ত এলাকায়। তাঁর অনুসরণ করতে করতেই শঙ্কর একদিন অবিনাশকে বলেন, তিনি তাঁর সংস্থায় কাজ করতে চান। এরপর ধীরে ধীরে নিজস্ব মুন্সীয়ানায় অবিনাশের কাছের মানুষ হয়ে ওঠেন এই শঙ্কর। এরপর এক পার্টিতে প্রকাশ্যে আসে এই শঙ্করের পরিচয়। কিন্তু কে এই শঙ্কর? একথা অবশ্য 'জাযা' মুক্তির পরই জানা যাবে। আপাতত ততদিন পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।
আরও পড়ুন-বিশ্বের অন্যতম বিলাসবহুল হোটেলে রাত্রিবাস, দুবাই-এ গোল্ড টি খেলেন নুসরত
প্রসঙ্গত গত বছর (২০২৪) মে মাসেই সামনে এসেছিল এই ছবির পোস্টার, যেটি শেয়ারও করেছিলেন জ্যামি।