করোনা কাঁটার জেরে বিয়ের অনুষ্ঠানে অল্প-বিস্তর কাট-ছাঁট করতে হয়েছে, কিন্তু নির্ধারিত দিনেই চার হাত এক হল অভিনেতা কৌশিক দাস ও অভিনেত্রী দীপশ্বেতা মিত্র। যাঁদেরকে দর্শক সবচেয়ে বেশি চেনে ‘আলোছায়া’র বাবান ও রুচিরা নামেই। জি বাংলার এই জনপ্রিয় সিরিয়ালে দেওর-বৌদির চরিত্রে দেখা গিয়েছিল দুজনকে। তবে বাস্তবে পর্দার বৌদিমণির প্রেমেই পড়ে যায় বাবান। আর কী! সেই শুরু প্রেমের গল্পের। বুধবার পরিণতি পেল কৌশিক-দীপশ্বেতার প্রেম কাহিনি।
বিয়েতে টুকটুকে লাল বেনারসিতে সেজেছিলেন দীপশ্বেতা, সঙ্গে গা ভর্তি সোনার গয়না, মাথায় লাল ওড়না, সেখানে মনের মানুষের জন্য লেখা রয়েছে বিশেষ বার্তাও। পত্রলেখার স্টাইলে ওই ওড়নাতে লেখা ‘আমার পরাণ ভরা ভালোবাসা তোমায় সমর্পণ করিলাম’।

একদম বাঙালি রীতি মেনে সাত পাক ঘুরলেন দুজনে। নবদম্পতিকে আশীর্বাদ ও শুভেচ্ছা জানাতে হাজির ছিল টেলিপাড়ার বন্ধুরা। নতুন জীবনের পথে পা বাড়িয়ে ‘সুপার ডুপার হ্যাপি’ দীপশ্বেতা। বললেন, ‘প্রত্যেকটা মেয়ে এই দিনটার অপেক্ষাতেই থাকে’। কৌশিকের কাছে এই অনুভূতিটা ‘অবিশ্বাস্য’ ঠেকেছে। খুশিতে ডগমগ স্বামী-স্ত্রী। কৌশিক বললেন, ‘এই দিনটার অপেক্ষায় ছিলাম’। কনের সাজে কেমন লাগছে দীপশ্বেতাকে? নতুন বর বললেন, ‘ওকে দেখে আমি তো জাস্ট ছিটকে গেছি, দারুণ লাগছে’।
এখনই হানিমুনে যাওয়ার কোনও প্ল্যান নেই, হয়ত কাছাকাছি কোথাউ ঘুরতে যাবেন দিন কয়েকের জন্য। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে দূরে কোথাউ লম্বা ছুটি কাটানোর প্ল্যানিং রয়েছে দুজনের।