বলিউডে প্রেমের খবর চাপা থাকে না। বিশেষ করে প্রেম করা দুই ব্যক্তি যদি করণ জোহরের ঘনিষ্ঠ হন। ‘কফি উইথ করণ’-এ আগেই এই প্রেমের আভাস মিলেছিল। একে-অপরকে নিয়ে কথা বলার সময় এই দুই তারকার মুখের হাসিও বুঝিয়ে দিচ্ছিল ডাল ম্যায় কুছ কালা হ্যায়। বুঝে গিয়েছেন নিশ্চয়ই আদিত্য রায় কাপুর আর অনন্যা পাণ্ডের ব্যাপারে কথা হচ্ছে। মঙ্গলবার রাতে মুম্বইতে দেখা গেল তাঁদের ডিনার ডেটে। অদিত্য পরেছিলেন কালো শার্ট আর কালো ট্রাউজার, সঙ্গে অনন্যার নীল বডিকন ড্রেস।
বান্দ্রার এক চাইনিজ রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় পাপারাৎজিদের মুখোমুখি হন অনন্যা আর আদিত্য। এর আগেও তাঁরা একসঙ্গে পৌঁছেছেন একাধিক অনুষ্ঠানে। অর্থাৎ প্রেমটা বেশ ভালোই হচ্ছে।
একে-অপরকে নিয়ে একটা কথাও খরচ করেননি এই জুটি। কিন্তু তা বলে একসঙ্গে ঘোরাফেরাও থামাননি। ফিফা ওয়ার্ল্ডকাপের ফাইনাল দেখতেও উড়ে গিয়েছিলেন একসঙ্গে। হাউজ পার্টিও করেছেন বহুবার একত্রে।
'কফি উইথ করণ'-এ করণ জোহর অনন্যাকে প্রশ্ন করেছিলেন তিনি কি 'লাইগার'-এর সহ অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে প্রেম করছেন? উত্তরে অনন্যা সরাসরি জানান ‘না’। এরপরই করণের মুখে চলে আসে আদিত্য রায় কাপুর প্রসঙ্গে। সেই নাম শুনেই বেশকিছুক্ষণ চুপ করে গিয়েছিলেন অনন্যা। পরে বলেন আদিত্য তাঁর ‘ক্রাশ’। আরও পড়ুন: হেলমেট ছাড়া বাইকে, পুলিশ হস্তক্ষেপ করতেই অমিতাভ লিখলেন, ‘মজা করছিলাম আসলে!’
দিনকয়েক আগে রণবীর কাপুরের কথাতেও মিলেছিল আদিত্য আর অনন্যার প্রেম করার আভাস। আলিয়ার বর মন্তব্য করেছিলেন, ‘আমি জানি আদিত্য একজনকে পছন্দ করে যাঁর নাম A অক্ষর দিয়ে শুরু।’ রণবীরের এই মন্তব্যের পরই সেখানে সকলেই চুপ করে যান। সকলেই বেশ বুঝতে পারেন, রণবীর মূলত আদিত্য রায় কাপুর ও অনন্যা পান্ডের প্রেমের গুঞ্জনে শিলমোহর দিলেন।