ইতিহাস বার বার ফিরে ফিরে আসে, তৈরি হয় বিতর্ক, কিন্তু তাতেও থামে না মন। ফের ২০২৫-এর অস্কারে তা প্রমাণ করলেন অ্যাড্রিয়েন ব্রডি এবং হ্যালি বেরি। ঠিক যেন ২০০৩-এর অস্কারের মঞ্চ। সেই চুমুই আবার ফিরল ২০২৫, ফের তৈরি হল এক নতুন ইতিহাস। তবে এবার মঞ্চে নয়, ৯৭তম অ্যাকাডেমি পুরস্কারের রেড কার্পেটে ঠোঁটে ঠোঁট মিলল অ্যাড্রিয়েন ব্রডি এবং হ্যালি বেরি।
হ্যালি বেরি এবং অ্যাড্রিয়েন ব্রডি ২০০৩ সালে অস্কারের মঞ্চে তাঁদের আইকনিক চুমু দিয়ে বিনোদন দুনিয়ায় ঝড় তুলেছিলেন। দানা বেঁধে ছিল বিতর্কও। তবে এবার মঞ্চ নয়, রেড কার্পেটে ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেলেন তাঁরা। অ্যাড্রিয়েন এবং হ্যালি এই চুমু খাওয়ার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হয়েছে ভাইরাল। লাল গালিচার চুমুই এখন চর্চায়।
আরও পড়ুন: অস্কারের মঞ্চে সেরার সেরা কারা? রইল ৯৭তম অ্যাকাডেমি পুরস্কারের সম্পূর্ণ তালিকা
অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে তাঁদের চুমু খাওয়ার এই মুহূর্তটি পোস্ট করেছে। ভিডিয়োটি পোস্ট করে তারা ক্যাপশনে লেখে, ‘২২ বছরের পুনর্মিলন। #Oscars’
আরও পড়ুন: সারেগামাপা-য় হেরে মন খারাপ খুদে প্রতিযোগী অঙ্কনা, অনীকের! 'বকুনিও খেয়েছি…' লিখল বিজয়ী অতনু
ভিডিয়োয় দেখা গিয়েছে এই অপ্রত্যাশিত মুহুর্তে সেখানে উপস্থিত সকলের মুখে বিস্ময় ও হাসি ফুটে উঠেছিল। সেখানে ব্রডির বান্ধবী জর্জিনা চ্যাপম্যানও উপস্থিত ছিলেন। তাঁকেও সকলের সঙ্গে হাততালি দিয়ে হাসতে দেখা যায়। তারপর বেরি, জর্জিনা দিকে হাসি মুখে ফিরে মজা করে বলেন, ‘আমি দুঃখিত!’
আরও পড়ুন: অস্কার এল না প্রিয়াঙ্কার ঝুলিতে! কোন ছবির কাছে হার হল ‘অনুজা’র?
উল্লেখ্য, ২০০৩ সালে, অ্যাড্রিয়েন ব্রডি ‘দ্য পিয়ানোস্ট’-এর জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতেছিলেন। পুরস্কার গ্রহণ করতে গিয়ে মঞ্চে তিনি বেরিকে চুমু খেয়েছিলেন। বেরি তাঁর হাতে সেই বার পুরস্কারটি তুলে দিয়েছিলেন। ৯৭তম অস্কারেও অ্যাড্রিয়েন 'দ্য ব্রুটালিস্ট'-এর জন্য সেরা অভিনেতার খেতাব জিতেছেন।
প্রসঙ্গত, অস্কার বিজয়ীদের নাম প্রকাশ্যে এসেছে। সবচেয়ে বেশি পুরষ্কার পেয়েছে ‘আনোরা’। সেক্স ওয়ার্কারদের জীবনের উপর নির্মিত এই ছবি। ছবিটি পাঁচটি ক্যাটাগরিতে অস্কার জিতেছে। ‘দ্য ব্রুটালিস্ট’ তিনটি ক্যাটাগরিতে অস্কার পুরষ্কার পেয়েছে। অন্যদিকে, ‘উইকেড’, ‘এমিলিয়া পেরেজ’ এবং ‘ডুন: পার্ট টু’ দুটি করে ক্যাটাগরিতে অস্কারে ভূষিত হয়েছে।