সোশ্যাল মিডিয়ায় টেলি তারকাদের রিল ভিডিয়ো পোস্ট করা, এ আবার নতুন কী। নিত্যদিনই এসব করে থাকেন টেলি অভিনেতারা। আর সবার মতো চর্চিত টেলি অভিনেতা শ্বেতা-রুবেলও করে থাকেন। আর টিভি পর্দার জনপ্রিয় এই জুটির বাস্তবের প্রেমের কথাও এখন সকলেরই জানা। প্রেম নিয়ে কখনও লুকোছাপাও করেন না শ্বেতা-রুবেল।
সেতো না হয় হল, তবে বিয়ের আগে থেকেই শ্বেতার মা-কে 'মা' বলেই সম্বোধন করেন রুবেল। এটা কি জানতেন? সম্প্রতি শ্বেতা ভট্টাচার্যের এক পোস্টেই সেকথা ফাঁস হয়েছে। শুক্রবারই নিজের মায়ের সঙ্গে মিলে একটা রিল ভিডিয়ো পোস্ট করেন শ্বেতা। যেখানে শ্যামল মিত্রের জনপ্রিয় 'কী নামে ডেকে বলব তোমাকে' গানে লিপ দিতে দেখা যায় শ্বেতাকে। সঙ্গে ছিলেন তাঁর মা। ভিডিয়োর শেষে মায়ের গালে আদর করে চুমুও খান অভিনেত্রী। এখানে আজকালকার রিলভিডিয়োতে মেয়ের সঙ্গে সঙ্গে ভালোই তাল মিলিয়েছেন শ্বেতা ভট্টাচার্যের মা। আর সেটা দেখেই কমেন্ট অভিনেতা রুবেল দাস লেখেন, ‘মা আমার রিল কুইন’। যা নজর এড়ায়নি নেটপাড়ার অনেকেরই।
আরও পড়ুন-মহারাজকীয় কায়দায়! পাকিস্তানের বাবর আজম আউট হতে এটাই করলেন অরিজিৎ
আরও পড়ুন-'মারোয়াড়ি মেয়ে, ব্যবসা করব না তাও কি হয়!' বলছেন 'ইচ্ছে পুতুল' অভিনেত্রী শ্বেতা
আরও পড়ুন-রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন, শুভশ্রীর সঙ্গে তিক্ততা নিয়ে মুখ খুললেন কৌশানি, কী বলছেন বনি?