সম্প্রতি ডুয়া লিপার 'ওহ লাড়কি জো…' গান গাওয়া নিয়ে গায়ক অভিজিৎ ভট্টাচার্য ও শাহরুখ খানকে ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। এর জেরেই গায়ক ছিলেন আলোকবৃত্তে। ‘লেভিটেটিং’ এবং শাহরুখ খানের লিপে তাঁর গাওয়া বিখ্যাত গান ‘ওহ লড়কি জো…’ একটি ফ্যান-মেড ম্যাসআপ। তা অনুসরণ করেই ডুয়া লিপা তাঁর কনসার্টে এই ম্যাসআপটি গেয়েছিলেন। আর তা শুনেই দর্শকরা শাহরুখের নামে ধন্য ধন্য শুরু করেছিলেন। দর্শকদের সেই প্রতিক্রিয়া দেখে চটে যান অভিজিৎ।
তিনি বলেছিলেন যে গানটি প্রথমে গায়কের, তাই তাঁর নাম আগে আসা উচিত ছিল, অভিনেতার নয়। আর এবার সেই প্রসঙ্গেই শুভঙ্কর মিশ্রের ইউটিউব চ্যানেলে একটি পডকাস্টে গায়ক জানান শাহরুখের সঙ্গে কয়েক দশকের কাজের সম্পর্ক ছিল তাঁর। কিন্তু নায়কের জন্য গাইতে গিয়েই তাঁকে অপমানিত হতে হয়েছিল। এবার তা নিয়ে মুখ খুললেন অভিজিৎ।
অভিজিৎ যা বললেন
পটকাস্টে কথোপকথনের সময়, অভিজিৎ জানান যে, কীভাবে তিনি ৯০-এর দশকে বেশ কয়েকটি গান নিয়ে হতাশ হয়েছিলেন। এমনকি বেশ কয়েকটি গান গাইবেন না বলেও জানিয়েছিলেন। কারণ তাঁর সেই গানগুলির কথা পছন্দ হয়নি। অভিজিতের কথায়, 'আমি খুঁতখুঁতে হয়ে গিয়েছিলাম। আমি গানের কথার বিষয়ে একটু বেশি সচেতন হয়ে পড়েছিলাম এবং সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি শাহরুখ ছাড়া অন্য কারও জন্য গাইব না। আর এটাই একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, কারণ ওঁর সমসাময়িক অনেকেই ওঁকে 'হাকলা' (তোতলামি) বলে ডাকতেন। তো তারপর যেটা হয়েছে, দুবাইয়ে একটা অ্যাওয়ার্ড শো ছিল, সেখান আমি ‘তুমহে জো ম্যায়নে দেখা’ -এর জন্য অ্যাওয়ার্ড জিতেছিলাম।'
আরও পড়ুন: বড়দিনের আগেই কাজ নিয়ে বড় আপডেট অপরাজিতার! আবার কোন ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে?
তিনি আরও বলেন, 'আমি যখন মঞ্চ থেকে নামছিলাম, তখন একজন তারকা এগিয়ে এসে বললেন, 'হ্যাঁ! হাকলে কে লিয়ে গা রাহা হ্যায় না তু (তুমি ওই তোতলার জন্য গান করছ!)' দু'জন একসঙ্গে এ কথা বলেন। আমি হতবাক হয়ে গিয়েছিলাম! আমার মনে হচ্ছিল, ওঁরা শাহরুখকে কেন এত ঈর্ষা করছে, আমি আমার গানের জন্য পুরস্কার পেয়েছি। সেই অভিজ্ঞতার পরে, আমি প্লেব্যাক গাওয়ার প্রতি আগ্রহ হারাতে থাকি এবং আমার শো এবং কনসার্টগুলিতে মনোনিবেশ করতে শুরু করি। আজও আমি তা করতে পেরে খুব খুশি।'
আরও পড়ুন: ক্রিসমাসে আগেই বড় চমক সৃজিতের! প্রকাশ্যে এল ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর মুক্তির দিনক্ষণ
প্রসঙ্গত, অভিজিৎ শাহরুখ খানের জন্য বেশ কয়েকটি হিট গান গেয়েছেন, যার মধ্যে কয়েকটি হ'ল ‘ম্যায় হুঁ না’, ‘তুমনে জো ম্যায়নে দেখা দেখা’, ‘চালতে চলতে’ থেকে ‘তৌবা তুমহারে ইশরে’, ‘ইয়েস বস’, ‘চাঁদ তারে’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েগে’, ‘জারা সা ঝুম লুন মে’ ইত্যাদি।