অভিজিৎ ভট্টাচার্য ৯০-এর দশকের অন্যতম একজন জনপ্রিয় গায়ক তা বলাই বাহুল্য। শাহরুখ খানের একাধিক ছবিতে গান করেছেন তিনি। তবে এই শাহরুখের সঙ্গেই তাঁর যত বিবাদ। নানা কারণে বাদশার জন্য গান গাওয়া বন্ধ করেছিলেন গায়ক। তারপর থেকে নানা ভাবে শাহরুখকে কটাক্ষ করেছেন অভিজিৎ। আর এবার তাঁর বাক্যবানের মুখে আর এক জনপ্রিয় বলি-তারকা রণবীর কাপুর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে, একটি ফ্লপ সিনেমাতেও একজন গায়ক গান করলে তাঁকে নিয়ে লোকজন কথা বলেন। কিন্তু কোনও ছবি ফ্লপ হলে সেই ছবির নায়ককে নিয়ে খুব একটা আলোচনা হয় না।
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে গায়ক রণবীর কাপুর অভিনীত 'বেশরম'- এর উদাহরণ দিয়েছেন। অভিজিৎ এই ছবিতে 'দিল কা জোহ হাল হ্যায়' গান গেয়েছিলেন। বলিউড ঠিকানাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিৎ এই প্রসঙ্গে বলেন, ‘ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ যে, আমি এই যুগের গায়ক নই। আমি একটা সুপার ফ্লপ ছবিতে দিল কা জো হাল হ্যায় গানটি গেয়েছিলাম। গানটিও হিট হয়নি। গানটির সম্পর্কের কেউ জানে না, ছবিটি সম্পর্কেও কেউ জানেন না। আপনি যদি গানটি চালান তবে আপনি বুঝতে পারবেন এটি কে গেয়েছে।’
আরও পড়ুন: বাবার বয়সি নায়কের সঙ্গে কোমর দুলিয়ে অশ্লীল নাচ! নেটপাড়ার রোষের মুখে উর্বশী
তিনি আরও বলেন, ‘যদি গানটা বাজতো, তখন তো শ্রোতারা যার গান তাঁকে নিয়েই নানা কথা বলত। তখন ওটা কোন নায়ক বা কোন ছবির তা নিয়ে মাথা ঘামাতেন না কেউ। সম্পত্তিটি মিউজিক কোম্পানির। অধিকারও রয়েছে তাদের কাছেই। আমরা এর জন্য রয়্যালটিও পাই না। তবে সবার কান আছে এবং কানে ও মনে যে কণ্ঠস্বর যেত তা আমার।’
আরও পড়ুন: পুরীতে সিরিয়াল কিলিং, পর্দা ফাঁস করতে নতুন রূপে 'একেন'! ট্রেলার প্রিভিউতে বড় চমক অনির্বাণের
রণবীর সম্পর্কে কথা বলার সময় অভিজিৎ নায়ককে রাম মন্দির উদ্বোধনের সময় আমন্ত্রণ জানানো নিয়েও কটাক্ষ করেছেন। যদিও তাঁর নাম নেননি। গায়ক বলেন, ‘রাম মন্দির উদ্বোধনে একজন ব্যক্তি যিনি গরুর মাংস খান তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল, আর আপনারা 'গৌ মাতা', ‘গৌ মাতা’ করছেন।’
এই সাক্ষাৎকারে, গায়ক শাহরুখ খানের সঙ্গে তাঁর বিচ্ছেদের বিষয়েও কথা বলেছেন। এই বিষয়ে তিনি বলেন, ‘আমরা লড়াই করছি না। কিন্তু এইসব নোংরা ট্রোলাদের কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।’
প্রসঙ্গত, বিশ্ববিখ্যাত পপতারকা ডুয়া লিপা মুম্বইতে কিছুদন আগে একটি পারফর্ম করলেন। এই শো-এর অন্যতম আকর্ষণ ছিল ডুয়ার লিপে লেভিটেটিং এবং অভিনেতা শাহরুখ খানের জনপ্রিয় গান ‘ওহ লাড়কি জো সবসে অলগ হ্যায়…’-এর ম্যাশ আপ। তবে শাহরুখের লিপে এই গানের কণ্ঠ ছিলেন অভিজিৎ। কিন্তু মঞ্চে ডুয়া লিপা তাঁর নাম করায়, তা নিয়েও তিনি নানা মন্তব্য করেছিলেন তিনি।