প্রেমে পড়েছেন আমির খান। প্রেমিকার নাম গৌরী স্প্র্যাট। নতুন প্রেমিকার কথা প্রকশ্যে আনার পর থেকেই তিনি আপাতত চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তাঁর প্রেমের খবর জানাজানি হওয়ার পর মঙ্গলবার মুম্বইয়ে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে প্রথম প্রকাশ্যে আসেন আমির খান। মুম্বইয়ের এক্সেল অফিসে প্রথমবার জুটির ছবি তোলে পাপারাৎজিরা।
মঙ্গলবার মুম্বইয়ে এক্সেল এন্টারটেইনমেন্টের অফিসের ঠিক বাইরে আমির ও গৌরীকে দেখতে পান ফটোগ্রাফাররা। গৌরী যখন অফিস থেকে বের হচ্ছিলেন, তখন বাইরে অপেক্ষা করছিলেন আমির। পাপারাৎজির দিকে তিনি আন্তরিকভাবে হাত নাড়েন। পাপারাৎজিদের তোলা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গৌরী গাড়িতে উঠছেন। দূর থেকেই তাঁকে ভিডিওবন্দি করা হয়। গৌরী অবশ্য মিডিয়ার সঙ্গে কথাবার্তা বলতে চাননি, নিজেকে সংবাদমাধ্যমের থেকে দূরে রাখতেই চেয়েছিলেন।
এদিন আমিরকে ঢিলেঢালা কালো প্যান্টের সঙ্গে একটি স্টাইলিশ প্রিন্টেড কুর্তায় দেখা যায় তাঁকে, অন্যদিকে গৌরীকে ধূসর ট্রাউজারের সঙ্গে একটি সুতির সাদা শার্টে দেখা গিয়েছে।
আরও পড়ুন-ওসামা বিন লাদেনের ১ম পছন্দ ছিলেন তিনি, শুনেই অলকা ইয়াগনিক বললেন, ‘উনি যেমনই হোন না কেন…!’