বলিউড তারকা সইফ আলি খান এবং করিনা কাপুরের বড় সন্তান তৈমুর আলি খানের বয়স মাত্র ৪। তবে ইতিমধ্যেই তাঁর জনপ্রিয়তা এবং চাহিদা কোনও বড়সড় বলি-তারকার থেকে কম কিছু নয়। একটু বলা ভুল হল, জন্ম থেকেই তৈমুর নিয়ে উৎসাহের শেষ নেই জনমানসে। তাঁর নামকরণের দিন থেকে সেই যে বিতর্ক শুরু হয়েছিল এরপর থেকে তৈমুর হাসলেও খবর, মিষ্টি করে হেসে পাপারাৎজিদের দিকে হাতে নাড়িয়ে পোজ দিলেও তা খবর। নেটপাড়ায় এই একরত্তির অনুরাগীর সংখ্যা ছাড়িয়ে গেছে কোটিতে। তৈমুরের নামে তৈরি হয়েছে একাধিক সব ফ্যান পেজ। তবে সম্প্রতি, তৈমুর নিয়ে একটি খবরে রীতিমতো হইচই পড়ে গেছে নেটদুনিয়ায়। নতুন আরও এক 'তৈমুর'-এর খোঁজ পাওয়া গেছে। প্রকাশ্যে এসেছে তাঁর ছবিও, যা নিয়ে বর্তমানে সরগরম নেটপাড়া।
অবাক হওয়ার মত ব্যাপার হলেও ভীষণভাবে সত্যি এই ঘটনা। একেবারে হুবহু তৈমুরের মতো দেখতে আরও এক পুঁচকে-কে খুঁজে পাওয়া গেছে। এবং তার সঙ্গে তৈমুরের মুখে এতটাই মিল যে প্রথম ঝলকে যে কেউ তাকে তৈমুর বলেই ভুল করবে। ভাইরাল হওয়া সেই খুদের ছবি দেখে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে তার পরিচয় নিয়ে। এবার মিলল সেই জবাবও। 'দ্বিতীয় তৈমুর'-এর নাম জারিয়ান থাপার। ছবি দেখে তাকেও তৈমুরের সমবয়সী বলেই মনে হয়। চুল কাটার ছাঁট থেকে তাকানোর ভাবভঙ্গি দু'জনেরই প্রায় একরকম। এই দুই খুদের ছবি পাশাপাশি রাখলে অনেকের পক্ষে মুশকিল হয়ে যেতে পারে কমজন তৈমুর আর কোনজন থাপার তা সঠিকভাবে নির্ণয় করা।
বর্তমানে 'দুই' তৈমুরের পাশাপাশি রাখা একটি ছবির কোলাজ ব্যাপক ভাইরাল হয়েছে নেটপাড়ায়। ছবিতে দেখা যাচ্ছে ঘন নীল রঙের টি শার্ট পরে রয়েছেন সইফ-পুত্র। অন্যদিকে ফ্লোরাল প্রিন্টেড শর্ট কুর্তা পরে রয়েছেন জারিয়ান থাপার। একটি জনপ্রিয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কোলাজ করা সেই দুই তৈমুরের ছবি হু হু করে হয়েছে ভাইরাল।

বর্তমানে 'দুই' তৈমুরের পাশাপাশি রাখা একটি ছবির কোলাজ ব্যাপক ভাইরাল হয়েছে নেটপাড়ায়। ছবিতে দেখা যাচ্ছে ঘন নীল রঙের টি শার্ট পরে রয়েছেন সইফ-পুত্র। অন্যদিকে ফ্লোরাল প্রিন্টেড শর্ট কুর্তা পরে রয়েছেন জারিয়ান থাপার। একটি জনপ্রিয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কোলাজ করা সেই দুই তৈমুরের ছবি হু হু করে হয়েছে ভাইরাল।
|#+|
নেটিজেনরাও তাঁদের বিস্ময় ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছে এই 'দুই' তৈমুরের পোস্টকে। কেউ বলছেন 'মাশাআল্লাহ' আবার কারও কারও কাছে এই ছবি ভীষণ মিষ্টি একটা ব্যাপার।