নোডাল হেলথ অফিসারের সহায়তায় জেলা নির্বাচনী আধিকারিককে প্রতিটি গণনাকেন্দ্রে করোনাভাইরাস সংক্রান্ত বিধি সুনিশ্চিত করতে হবে।নেগেটিভ আরটি-পিসিআর বা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট রিপোর্ট ছাড়া বা করোনাভাইরাস টিকার দুটি ডোজ না নিলে কোনও প্রার্থী বা প্রার্থীর এজেন্টকে গণনাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। গণনা শুরুর ৪৮ ঘণ্টার আগের মধ্যে সেই আরটি-পিসিআর বা র্যাপিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট বা করোনা টিকাকরণের রিপোর্ট জমা দিতে হবে।