সন্দেশখালিতে বিজেপির তুরুপের তাস রেখা পাত্র। আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকে এবার বসিরহাট থেকে প্রার্থী করেছে বিজেপি। একেবারে দরিদ্র পরিবার থেকে উঠে আসা রেখার বিপক্ষে রয়েছেন তৃণমূলের প্রার্থী হাজী নুরুল ইসলাম। আগামী ১ জুন একেবারে শেষ দফায় ভোট রয়েছে বসিরহাটে। সেই উদ্দেশ্যে নির্বাচনী হলফনামা জমা দিয়েছেন বিজেপির প্রার্থী। তাতে রেখা পাত্রের সম্পত্তির পরিমাণ কত? কতদূরই বা তিনি পড়াশোনা করেছেন? পাশাপাশি তাঁর নামে কতগুলি এফআইআর রয়েছে? সে সবই নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন বিজেপি প্রার্থী।
আরও পড়ুন: সন্দেশখালিকাণ্ডে ‘চোখে জল এসেছিল’ মোদীর, রেখার প্রশংসা, চুপ থাকলেন ভিডিয়ো নিয়ে
রেখা পাত্রর সম্পত্তি
নির্বাচনী হলফনামা অনুযায়ী, রেখার হাতে বর্তমানে মোট তিন হাজার টাকা রয়েছে। তাঁর স্টেট ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট রয়েছে এবং একটি নির্বাচনী অ্যাকাউন্ট রয়েছে। স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্টে তাঁর মোট টাকার পরিমাণ হল ১০ হাজার ৭৬৪ টাকা । তবে তাঁর বাড়ি, গাড়ি কিছুই নেই। এমনকী গয়নাও পর্যন্ত নেই। উত্তরাধিকার সূত্রে কিছুএ পাননি। টাকা না থাকায় চাষের জমি বা অকৃষি জমি কেনারও ক্ষমতা নেই। সন্দেশখালির বিজেপি প্রার্থীর শুধু একটি কুঁড়েঘর রয়েছে। তবে ব্যাঙ্কে কোনও ঋণ নেই।
অন্যদিকে, রেখা পাত্রর স্বামী সন্দীপ পাত্রেরও স্টেট ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট রয়েছে। তাতে মোট ৪ হাজার ৬৯২ টাকা জমা রয়েছে। তারও কোনও বাড়ি গাড়ি নেই।
প্রসঙ্গত, সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেখা পাত্রর প্রসঙ্গ তুলে বলেছিলেন, প্রার্থী হওয়ার পরে তিনি রেখা পাত্রকে ফোন করেছিলেন। রেখা পাত্রকে তিনি পরামর্শ দিয়েছিলেন, যেহেতু তাঁর টাকা নেই, তাই মানুষের কাছে গিয়ে একটি ভোট আর এক টাকা চাইতে হবে। তবে রেখা পত্র টাকা চাওয়ার বিষয়ে স্পষ্ট না করে দিয়েছিলেন। প্রধানমন্ত্রীকে তিনি বলেছিলেন, টাকা চাইতে পারবেন না। তাঁর টাকার লোভ নেই, শুধু ভোট চাইবেন। দুঃস্থ পরিবার থেকে উঠে আসা রেখার এমন সততায় মুগ্ধ হয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী।