বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > Lok Sabha Election Heavyweight Candidates: মোদী-রাহুল থেকে অভিষেক-অধীর, কোন ৪০ তারকার ফলাফলের উপর নজর থাকবে? রইল তালিকা
পরবর্তী খবর
Lok Sabha Election Heavyweight Candidates: মোদী-রাহুল থেকে অভিষেক-অধীর, কোন ৪০ তারকার ফলাফলের উপর নজর থাকবে? রইল তালিকা
1 মিনিটে পড়ুন Updated: 03 Jun 2024, 07:36 PM ISTAyan Das
Lok Sabha Election 2024 Heavyweight Candidates: মঙ্গলবার লোকসভা নির্বাচনের ভোটগণনা হতে চলেছে। সকাল আটটা থেকে শুরু গণনা শুরু হবে। সেই গণনাপর্বে দেশের কোন ৪০ জন হেভিওয়েট প্রার্থীর উপরে সবথেকে বেশি নজর থাকবে, সেই তালিকা দেখে নিন।
অভিষেক, মোদী এবং রাহুলরা জিতবেন? ভোটগণনা রাত পেরোলেই। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস, রয়টার্স ও সন্তোষ কুমার/হিন্দুস্তান টাইমস)
নরেন্দ্র মোদী থেকে রাহুল গান্ধী, অধীর চৌধুরী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়- মঙ্গলবার একাধিক পশ্চিমবঙ্গ-সহ দেশের একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারিত হতে চলেছে। কারণ রাতটা পেরোলেই মঙ্গলবার লোকসভা নির্বাচনের ভোটগণনা শুরু হবে। দেশের ৫৪২টি কেন্দ্রে অসংখ্য প্রার্থীর মধ্যে এই ৪০ জন হেভিওয়েট প্রার্থীদের উপর বিশেষ করে নজর থাকবে। তাঁরা এগিয়ে আছেন নাকি পিছিয়ে আছেন, তাঁরা শেষপর্যন্ত জিতছেন নাকি হেরে যাচ্ছেন, সেটার টাটকা আপডেট দেখতে পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়। ওই ৪০ জন প্রার্থীর একেবারে নাম ধরে-ধরে দেখে নিন যে তাঁদের ভোটভাগ্যের পেন্ডুলাম কোনদিকে আছে।
মঙ্গলবার সকাল আটটা থেকে ভোটগণনা শুরু হবে। প্রাথমিকভাবে গণনা হবে পোস্টাল ব্যালটের। তারপর ইভিএমের গণনা শুরু হবে। ১৯৬১ সালের নির্বাচনী প্রক্রিয়ার ৫৪এ নিয়ম অনুযায়ী, রিটার্নিং অফিসারের টেবিলে প্রথমে পোস্টাল ব্যালটের গণনা শুরু হবে। পোস্টাল ব্যালটের গণনা শেষ হওয়ার পরে খোলা হবে ইভিএম।