এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার ছেলে যতীন্দ্র সিদ্দারামাইয়া। আর তাঁর মন্তব্যে গোটা দেশে আলোড়ন পড়ে গিয়েছে। ‘গুণ্ডা’, ‘দাঙ্গাবাজ’ এই বিশেষণে অমিত শাহকে বিঁধেছেন তিনি। কংগ্রেস নেতা যতীন্দ্র সিদ্দারামাইয়া সরাসরি ২০০২ সালে গুজরাট দাঙ্গায় অমিত শাহের যুক্ত থাকার অভিযোগ করেছেন। যতীন্দ্র বলেছেন, ‘উনি (অমিত শাহ) গুজরাটে খুনের অভিযোগের মুখোমুখি হয়েছেন। ওনার অপরাধের কার্যকলাপের ব্যাকগ্রাউন্ড রয়েছে। কিন্তু এখন তিনিই দেশের উচ্চপদে আসীন।’
এদিকে বিজেপির বিরুদ্ধে কর্মসংস্থান এবং কালো টাকা উদ্ধারের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও এনেছেন যতীন্দ্র। যা অন্যান্য বিরোধী দলের নেতা–নেত্রীরা তুলে থাকেন। যতীন্দ্রর দাবি, সংবিধান সংশোধনের চেষ্টা করছে বিজেপি। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিজেপি এবং কংগ্রেসের দ্বন্দ্ব বাড়ছে। তার মধ্যে কর্নাটকের মুখ্যমন্ত্রীর ছেলের মন্তব্যে তুমুল বিতর্ক বাড়িয়ে দিয়েছে। বিজেপিও এটা হজম করেনি। কংগ্রেসকে পাল্টা আক্রমণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একাধিক ইস্যুতে কংগ্রেসকে আক্রমণ করে থাকেন। অমিত শাহও কংগ্রেসকে তোপ দেগেছেন বহুবার। এবার যতীন্দ্র গোটা দেশে সাড়া ফেলে দিলেন।
আরও পড়ুন: স্বামী গৌতমানন্দজি হলেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল
অন্যদিকে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ এবং বিজেপিকে তীব্র আক্রমণ করেন যতীন্দ্র। তিনি একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগেন। কর্মসংস্থান এবং কালো টাকা নিয়ন্ত্রণ ও উদ্ধার নিয়ে আক্রমণ করেন যতীন্দ্র। তাঁর দাবি, ‘২ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কিন্তু পরে কর্মসংস্থানের দায়িত্ব এড়িয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকার। স্যুইস ব্যাঙ্কে যাঁদের অ্যাকাউন্ট আছে, তাঁদের নাম প্রকাশ করতে পারেনি। কেন্দ্রীয় সরকার কালো টাকা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও, সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি।’ তবে বিজেপি যতীন্দ্র’র মন্তব্যের পাল্টা জবাব দিয়ে চালাভারি নারায়ণস্বামী বলেন, ‘রাওডি (গুণ্ডা সংস্কৃতি) কালচার কংগ্রেসে আছে। বিজেপিতে এই সংস্কৃতির অস্তিত্ব নেই।’